Primary Recruitment Scam: প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে 10 লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : May 25, 2023, 9:58 PM IST

Etv Bharat

প্রাইমারিতে চাকরির নামে প্রতারণা ৷ 10 লক্ষ টাকা প্রাতরাণার অভিযোগের মধুসূদন বারুই নামে এক ব্য়ক্তি গ্রেফতার ৷ ঘটনায় শোরগোল পড়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে ৷ জেরায় অপরাধ স্বীকার অভিযুক্তের ৷

বসিরহাট, 25 মে: প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ । পুলিশের জালে অভিযুক্ত ৷ বৃহস্পতিবার মধুসূদন বারুই নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার বসিরহাটের পুলিশ ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে ৷ তারমধ্যে প্রাইমারিতে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় যুবকদের থেকে টাকা তোলার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, টাকা দিয়ে চাকরি না-মেলায় প্রতারিত যুবকরা টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত মধুসূদন বারুইকে । সুযোগ বুঝে আচমকা এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় মধুসূদন । বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনও হদিস মেলেনি তার । এসবের মধ্যেই প্রতারিতরা জানতে পারেন ওই ব‍্যাক্তি আত্মগোপন করে রয়েছে বসিরহাটের পিফা অঞ্চলে । বিষয়টি জানানো হয় বসিরহাট থানায় । তৎক্ষণাৎ পুলিশের একটি দল হানা দেয় সেখানে । গ্রেফতার করে মধুসূদন বারুই-কে ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব‍্যাক্তি জেরার স্বীকার করেছে তার অপরাধের কথা ৷ জেরায় জানা গিয়েছে, একাধিক যুবকের কাছ থেকে সে কয়েক লক্ষ টাকা তুলেছে ৷ শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা তুলছে স্থানীয় যুবকদের কাছ থেকে । টাকা দিয়েও চাকরি না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবকরা । সেই অভিযোগের ভিত্তিতেই বসিরহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঠিক কতজনের কাছ থেকে ওই ব‍্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিল ? এই কাজে অন‍্য কারও মদত ছিল কি না ? কীভাবে প্রতারিতরা তার ফাঁদে পা দিলেন ? সব প্রশ্নের উত্তর জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । ধৃতকে নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

আরও পড়ুন: 2017 প্রাইমারি টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট, হাইকোর্টে জানাল পর্ষদ

নিয়োগ দুর্নীতি কাণ্ডের রেশ এখনও কাটেনি । কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি । এই দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে ইতিমধ্যে গারদে যেতে হয়েছে শাসকদলের মন্ত্রী, বিধায়ক ও নেতাদের । তখনই সামনে এল আরও এক প্রতারণার খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.