ETV Bharat / state

রাজ্যবাসীর দুয়ারে কবে পৌঁছাবে রেশন ? একান্ত সাক্ষাৎকারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

author img

By

Published : Jun 1, 2021, 7:34 PM IST

Updated : Jun 1, 2021, 10:40 PM IST

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন নিয়ে যাবতীয় উত্তর দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খাদ্য দফতরের দুর্নীতি নিয়েও অকপট তিনি ৷

rathin ghosh
rathin ghosh

বারাসত, 1 জুন : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক ছিল 'দুয়ারে রেশন' ৷ তৃণমূলের নির্বাচনের ইস্তাহারে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তৃতীয়বারের জন্য তাঁকে বাংলার মসনদে বসিয়েছে রাজ্যবাসী ৷ এবার কথা রাখার পালা মুখ্যমন্ত্রীর ৷ ভোটের ফলাফল বেরিয়েছে একমাস হল ৷ কবে রাজ্যবাসীর দুয়ারে পৌঁছাবে রেশন ? মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন নিয়ে যাবতীয় উত্তর দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খাদ্য দফতরের দুর্নীতি নিয়েও অকপট তিনি ৷

দুয়ারে রেশন প্রসঙ্গে রথীন ঘোষ বলেছেন, "দুয়ারে রেশন মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট । ইতিমধ্যে এই প্রকল্প চালু করতে মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের আধিকারিদের নিয়ে টাস্কফোর্স গঠন করেছেন । তারাই নিজেদের মধ্যে আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছেন । প্রকল্প চালু হওয়ার আগে তার ট্রায়াল রানও শুরু করা হয়েছে । তাই আশা করছি সব কিছু ঠিক থাকলে জুন মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করতে পারব ৷"

অকপট খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

আরও পড়ুন : ভ্যাক্সিনেশন অন হুইল ! বাজার ঘুরে টিকা দেবে কলকাতা পৌরনিগম

সম্প্রতি ঘোজাডাঙা সীমান্তে গম পাচার কাণ্ডে যুক্ত সন্দেহে হাবরা থেকে নিরঞ্জন সাহাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । তাহলে বিরোধীরা যে অভিযোগ করছিল এই ঘটনায় তাতেই কি সিলমোহর পড়ল ? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি খাদ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বিষয়টির সঙ্গে খাদ্য দফতরের কোনও যোগাযোগ নেই । বিএসএফ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে তদন্ত করতে বলেছিল । সেই মতো তারা তদন্ত নেমে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে‌ । কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই ৷"

দায়িত্ব নেওয়ার পরই কি খাদ্য দফতরের তৎপরতা বাড়ল ? খাদ্যমন্ত্রীর কথায়, "খাদ্য দফতরের তৎপরতা সবসময় রয়েছে । খাদ্য দফতরের গম পাচার হচ্ছিল কি না তা তদন্ত সাপেক্ষ । তদন্ত চলছে । এখনই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয় ৷" যশ বিধ্বস্ত এলাকার কোথাও কোথাও ত্রাণ নিয়ে ক্ষোভ রয়েছে দুর্গতদের মধ্যে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ত্রাণ না মেলার অভিযোগ উঠছে ৷ এই বিষয়ে রথীন ঘোষ বলেন, "সরকার সাধ্যমতো সমস্ত যশ বিধ্বস্ত এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছে । দলীয়ভাবেও চেষ্টা চলছে দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার । ত্রাণের অভাব নেই । সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে ৷"

Last Updated : Jun 1, 2021, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.