হ্য়াম রেডিয়োর উদ্যোগে দেড় মাস পর বাড়ি ফিরল বিহারের নিখোঁজ কিশোর

author img

By

Published : Jul 20, 2021, 4:19 PM IST

missing teenage boy finds his family in Bihar with the help of Ham Radio

সাধারণ মানুষ ও হ্য়াম রেডিয়ো কর্তৃপক্ষের উদ্যোগে দেড় মাস পর পরিবারের কাছে ফিরল মূক ও বধির কিশোর ৷ পটনার বাসিন্দা ওই কিশোর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ৷ পরে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে তার খোঁজ মেলে ৷ হ্য়াম রেডিয়োর উদ্যোগে নাবালকের পরিবারের সন্ধান পাওয়া যায় ৷ পরে তাঁদের হাতেই ছেলেটিকে তুলে দেয় সংশ্লিষ্ট প্রশাসন ৷ যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে নাবালকের পরিবার ৷

বারাসত, 20 জুলাই : হ্যাম রেডিয়োর (Ham Radio) সহায়তায় মূক ও বধির নাবালককে খুঁজে পেল পরিবার ৷ আইনি জটিলতা কাটিয়ে সোমবার বারাসতের কিশলয় হোমের পক্ষ থেকে ওই কিশোরকে তার পরিবারের সদস্যদের তুলে দেওয়া হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই নাবালকের নাম নীরজ কুমার ৷ সে বিহারের পটনার বাসিন্দা ৷ সম্প্রতি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করা হয় ৷ চায়ের দোকানের মালিক ও স্থানীয় বাসিন্দারাই ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেন ৷ এই বিষয়ে হ্য়াম রেডিয়োর সাহায্য নেন তাঁরা ৷ পরবর্তীতে হ্যাম রেডিয়োর উদ্যোগেই পটনায় তার পরিবারের খোঁজ মেলে ৷ কিন্তু গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকায় কিছুটা হলেও ক্ষুব্ধ নাবালকের পরিবার ৷

আরও পড়ুন : বারাসত থেকে সুমেরুর রেডিয়ো বার্তা শোনেন বাবলু

নীরজের বাবা রবীন্দ্র প্রসাদ জানিয়েছেন, গত 2 জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তাঁর ছেলে ৷ অনেক খোঁজাখুঁজি পরও তার সন্ধান না মেলায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়ারি করেন পরিবারের সদস্যরা ৷ এদিকে, তাঁদের অজান্তেই বিহারের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে নীরজ ৷ তার নিজের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে হিঙ্গলগঞ্জে পৌঁছে যায় সে ৷ স্থানীয় একটি চায়ের দোকানে চা-বিস্কুট কিনে খায় সে ৷ তার আচরণ দেখে সন্দেহ হয় দোকানদারের ৷ তিনি বিষয়টি জানান স্থানীয়দের ৷ এরপর তাঁরাই উদ্যোগ নিয়ে যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে ৷ তাঁর পরামর্শ নিয়েই নীরজকে স্থানীয় থানার হাতে তুলে দেন এলাকাবাসী ৷ বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকার পর ওই নাবালককে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে বারাসতের কিশলয় হোমে পাঠানো হয় ৷ পরে সেখান থেকেই ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : চার দশকের বিচ্ছেদ ঘুচিয়ে ফের বন্ধুত্ব জুড়ল হ্যাম রেডিও

গোটা ঘটনায় হ্য়াম রেডিয়ো কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করলেও পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন নীরজের পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সমস্ত নথি থাকা সত্ত্বেও নাবালকের হস্তান্তর করতে অযথা দেরি করা হয় ৷ দীর্ঘ টালবাহানার পরই বাড়ি ফেরার ছাড়পত্র দেওয়া হয় নীরজকে ৷ শেষমেশ নীরজকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি হ্য়াম রেডিয়োর সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.