ETV Bharat / state

খেলনার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার এক

author img

By

Published : Aug 21, 2019, 11:14 PM IST

দীর্ঘদিন ধরেই বারাসতের একটি বাড়িতে ভাড়া থাকত বিশু ৷ সে পেশায় ভ্যান চালক ৷ কয়েকদিন আগে ওই ভাড়া বাড়ির মালিকের আত্মীয়রা আসেন ৷ তাঁদের মধ্যেই ছিল 6 বছরের শিশুটি ৷ গতরাতে শিশুটি বাইরে খেলছিল ৷ সেইসময় খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় বিশু ৷ অভিযোগ, এরপর মদ্যপান করে ওই নাবালিকাকে ধর্ষণ করে সে ৷

ফাইল ফোটো


বারাসত, 21 অগাস্ট : খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ ৷ এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বারাসতের জগদিঘাটা কাজিপাড়ার ঝাওতলার ঘটনা । অভিযুক্তের নাম বিশু দাস (50) ৷ আজ দুপুরে তাকে বারাসত আদালতে পেশ করা হয় ৷

দীর্ঘদিন ধরেই বারাসতের একটি বাড়িতে ভাড়া থাকত বিশু ৷ সে পেশায় ভ্যান চালক ৷ কয়েকদিন আগে ওই ভাড়া বাড়ির মালিকের আত্মীয়রা আসেন ৷ তাঁদের মধ্যেই ছিল 6 বছরের শিশুটি ৷ গতরাতে শিশুটি বাইরে খেলছিল ৷ সেইসময় খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় বিশু ৷ অভিযোগ, এরপর মদ্যপান করে ওই নাবালিকাকে ধর্ষণ করে সে ৷ কাঁদতে কাঁদতে ওই নাবালিকা বিশুর ঘরে বাইরে বেরিয়ে এলে বিষয়টি নজরে পরে পরিবারের সদস্যদের ৷ তারা দেখেন নাবালিকার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷ জিঞ্জাসাবাদ পরই নাবালিকা বিষয়টি খুলে বলে তাঁদের ৷ এরপর গতরাতেই বিশুকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে বিশুকে গ্রেপ্তার করে পুলিশ ৷

বারাসত থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই নাবালিকা মেডিকেল পরীক্ষা করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে মদ‍্যপ অবস্থায় ধর্ষনের অভিযোগ উঠল ভ‍্যান চালকের বিরুদ্ধে।ঘটনাটি সামনে আসতেই ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের জগদিঘাটা কাজিপাড়ার ঝাওতলায়। ঘটনার পর‌ই অভিযুক্ত ভ‍্যান চালক বিশু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।Body:রাজু বিশ্বাস,বারাসত:-প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে মদ‍্যপ অবস্থায় ধর্ষনের অভিযোগ উঠল ভ‍্যান চালকের বিরুদ্ধে। ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের জগদিঘাটা কাজিপাড়ার ঝাওতলা এলাকায়। অভিযুক্ত বিশু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে,বারাসত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝাওতলায় ছবি হিজরার বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন বিশু। পঞ্চাশোর্ধ বিশু পেশায় ভ‍্যান চালক।কয়েকদিন আগে ছবি হিজরার বাড়িতে পাঞ্জাব থেকে আত্মীয়-স্বজন আসে বেড়াতে।তাঁর মধ্যে ৬ বছরের ওই শিশুটিও ছিল।গতকাল রাতে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে মদ‍্যপ অবস্থায় শিশুটিকে নিজের ঘরে নিজে যায় সে।এরপর, তাকে ধর্ষন করা হয় বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে শিশুটি বাইরে বেরিয়ে আসলে নজর পড়ে পরিবারের।শিশুটির পিসি লক্ষ্য করেন,তাঁর যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরন হচ্ছে।এরপর, তাকে সব খুলে বলে সে।রাতেই বিশুকে ঘিরে ধরে এলাকার লোকজন ঘটনার সত‍্যতা জানতে চায়। কিন্তু,সে অস্বীকার করে ঘটনার কথা।তারপর, তাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়ে বারাসত থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থানে।এরপর, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ভ‍্যান চালককে।বারাসত থানার পুলিশ জানিয়েছে,আজ সকালে শিশুটির মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।ধৃতকে আজ দুপুরে বারাসত আদালতে পেশ তোলা বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।Conclusion:পুলিশ জানিয়েছে,আজ সকালে নির্যাতিতা ওই শিশুর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আজ দুপুরে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় বলে জানা গেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.