ETV Bharat / state

বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 2:46 PM IST

Updated : Dec 28, 2023, 5:00 PM IST

Mamata Banerjee: লোকসভা ভোটে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ সেই ‘ইন্ডিয়া’ ব্লকে শরিক কংগ্রেস, তৃণমূল ও বামেরা বাংলায় যুযুধান প্রতিপক্ষ ৷ তার পর আসন সমঝোতা নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে ৷ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে, আর বাংলায় তৃণমূল লড়াই করবে ৷

Mamata Banerjee on INDIA Bloc
Mamata Banerjee on INDIA Bloc

দেগঙ্গা, 28 ডিসেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনে কি বাংলায় কংগ্রেস ও সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী নয় তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের সেই জল্পনাই শুরু হয়েছে৷ তৃণমূল নেত্রী এ দিন বলেন, ‘‘ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷’’

উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সব বিরোধীদের একমঞ্চে নিয়ে আসার উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম শুরু করেন ৷ তাঁর প্রস্তাব মতোই বিরোধীদের এই জোটের নামও হয় ‘ইন্ডিয়া’ ৷ তার পরও রাজ্য়ে রাজ্যে এই জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে ৷ কারণ, জোট শরিকদের অনেকেই বিভিন্ন রাজ্যের রাজনীতিতে প্রতিপক্ষ ৷

যেমন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস একে অপরের প্রতিপক্ষ ৷ আবার ‘ইন্ডিয়া’য় তারা শরিক ৷ ফলে এই রাজ্যে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা ছড়াচ্ছে ৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্যও করা হচ্ছে ৷ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

এ দিন উত্তর 24 পরগনার দেগঙ্গায় অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ৷ সেই সভা থেকে একাধিক রাজনৈতিক বার্তা শোনা যায় মমতার মুখে ৷ তার মধ্যেই অন্যতম মমতার ‘ইন্ডিয়া’ সংক্রান্ত মন্তব্য ৷ তিনি বলেন, ‘‘ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷ মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনও দল নয় ৷’’

এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস ? কংগ্রেস ও সিপিএমকে কোনও আসনই ছাড়বে না তারা ? যদিও এই বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা করেননি মমতা ৷ ফলে তিনি কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে ৷

এদিকে এই কর্মিসভার মঞ্চ থেকে বিজেপিকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের তাঁর মুখে কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনা গিয়েছে ৷ সিএএ প্রশ্নে ফের সমালোচনা করেছেন বিজেপির ৷ তাঁর দাবি, তৃণমূলই সকলের নাগরিকত্বের ব্যবস্থা করেছে ৷ তাই নতুন করে কারও নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, আগে জেলাশাসকরা সিটিজেনশিপ কার্ড দিতে পারত ৷ এখন তা কেন্দ্রের হাতে চলে গিয়েছে ৷ রাজনীতি করার জন্য এমন সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে ৷

আরও পড়ুন:

  1. কোনও ঝগড়া বরদাস্ত নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার
  2. 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল
  3. 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির
Last Updated : Dec 28, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.