ETV Bharat / state

Madhyamgram municipality initiatives on Covid : সংক্রমণ রুখতে সপ্তাহে তিনদিন দোকান-বাজার বন্ধের নির্দেশ মধ্যমগ্রাম পৌরসভার

author img

By

Published : Jan 11, 2022, 1:32 PM IST

Updated : Jan 11, 2022, 2:33 PM IST

বাড়ছে সংক্রমণ ৷ তাই কোভিডের শৃঙ্খল ভাঙতে এবার সপ্তাহের তিনদিন বাজার এবং দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মধ্যমগ্রাম পৌরসভা (Madhyamgram municipality order to shut down the shops and market place ) ৷
Madhyamgram municipality initiatives on Covid
সংক্রমণ রুখতে এবার সপ্তাহে তিনদিন দোকান-বাজার বন্ধের নির্দেশ মধ্যমগ্রাম পৌরসভার

মধ্যমগ্রাম, 11 জানুয়ারি : বারাসতের পার্শ্ববর্তী মধ্যমগ্রাম শহরেও ক্রমশ বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ । তাই সংক্রমণ রুখতে এবার সেখানেও সপ্তাহে তিনদিন সমস্ত বাজার এবং দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিল স্থানীয় পৌরসভা । সোমবার পুলিশ প্রশাসন এবং বাজার সমিতির সঙ্গে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ (Madhyamgram municipality order to shut down the shops and market place )। বৈঠকে ঠিক হয়েছে, আগামী 13, 14 ও 15 জানুয়ারি পৌর এলাকার ছোট-বড় সমস্ত বাজার, দোকানপাট বন্ধ থাকবে । বাজার এলাকার শপিংমলও যাতে বন্ধ রাখা হয়, তার জন্যও সেখানকার কর্তৃপক্ষকে লিখিত আবেদন করা হবে পৌরসভার তরফে ।

তিনদিনের এই বন্ধের সিদ্ধান্তকে কার্যকরী করতে জায়গায় মাইকিং করে প্রচারও চালাবে পৌরসভা । পৌরসভা সূত্রে জানা গিয়েছে 15 জানুয়ারির পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । তবে, জরুরি পরিষেবাকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে । ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ । রাজ্যের যে দু‘টি জেলা সবচেয়ে বেশি উদ্বেগে রেখেছে স্বাস্থ্য ভবনকে, তার মধ্যে অন্যতম হল উত্তর 24 পরগনা । সংক্রমণের নিরিখে এই মুহুর্তে কলকাতার পরেই রয়েছে এই জেলা ।

পরপর দু‘দিনে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় সংক্রমণের গণ্ডি তিন হাজার পার হয়ে গিয়েছে । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । জেলাসদর বারাসতের মতো মধ্যমগ্রামের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে । পৌরসভা সূত্রে খবর, গত সাতদিন আগেও মধ্যমগ্রামে যেখানে সংক্রমণের হার দুই অঙ্কের ঘরে ছিল, সেটাই সাতদিন পর বেড়ে হয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি । এতকিছুর পরও মানুষের কিন্তু সচেতনতা ফিরছে না । বিধি অমান্য করেই মধ্যমগ্রামের বিভিন্ন বাজার এবং দোকানপাটে ভিড় জমাচ্ছেন অসচেতন কিছু নাগরিক ।

সংক্রমণ রুখতে সপ্তাহে তিনদিন দোকান-বাজার বন্ধের নির্দেশ

আরও পড়ুন :কোভিড বৃদ্ধিতে দিল্লিতে বন্ধ হল বেসরকারি অফিস, খোলা নেই রেস্তোরাঁ-বারও

তাই, সংক্রমণ রুখতে এবার বারাসত পৌরসভার দেখানো পথেই হাঁটল মধ্যমগ্রাম পৌরসভা । বাজার ও দোকানপাটে ভিড় নিয়ন্ত্রণ করতে আপাতত তিনদিন পৌর এলাকার সমস্ত বাজার এবং দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । চলতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে পৌর এলাকার সমস্ত বাজার এবং দোকানপাট । তার আগে মঙ্গলবার থেকেই এই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে প্রচার চালানো হচ্ছে পৌরসভার তরফে ।

Last Updated :Jan 11, 2022, 2:33 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.