Deganga Drainage Problem: দেগঙ্গায় চার বছর ধরে বেহাল নিকাশি নালা, চাঁদা তুলে সংস্কার করলেন এলাকাবাসী

author img

By

Published : Sep 19, 2022, 10:49 PM IST

Deganga drainage

চার বছর ধরে বেহাল দেগঙ্গার বেড়াচাঁপার দাসপাড়া এলাকার নিকাশি ব্যবস্থা (Deganga Drainage Problem) ৷ পঞ্চায়েতকে বলে কাজ না হওয়ায় নিজেদের উদ্যোগে নালা পরিষ্কার করলেন এলাকাবাসী (locals of Deganga take initiative to clean drainage system) ৷

দেগঙ্গা, 19 সেপ্টেম্বর: চার বছর ধরে বেহাল এলাকার নিকাশি ব্যবস্থা । পঞ্চায়েতকে বলেও কোনও কাজ হয়নি । যার জেরে ভোগান্তি বাড়ে বর্ষার সময় । নিকাশি নালার জল উপচে ঢুকে পড়ছে গৃহস্থের উঠানে । এমনকি ঘরেও । প্রতিবছরই এই দুর্ভোগ পোহাতে হয় দেগঙ্গার বেড়াচাঁপার দাসপাড়ার বাসিন্দাদের । অভিযোগ, পঞ্চায়েতের উদাসীনতার কারণেই নিকাশি নালার সংস্কারের কাজ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে চার বছর ধরে । শেষে, উপায় না দেখে নিজেরাই গাঁটের কড়ি খরচ করে নালা সংস্কারের দায়িত্ব নিলেন এলাকাবাসী (locals of Deganga take initiative to clean drainage system) ৷

এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Deganga)। বিজেপি'র অভিযোগ, "নাগরিক পরিষেবার দিকে নজর না-দিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি বেশি নিমজ্জিত কাটমানিতে । খোঁজ নিলে দেখা যাবে, সেখান থেকে হয়তো কাটমানি আদায় করতে পারেনি তৃণমূলের বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েত । সেই কারণে নিকাশি নালার সংস্কারে হাত দেওয়া হয়নি ।" যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেছে শাসক শিবির ।

আরও পড়ুন: হিলি-বালুরঘাট রেল প্রকল্পের জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার নির্দেশ হাইকোর্টের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে হাড়োয়া রোড সংস্কারের সময় দেগঙ্গার দাসপাড়া এলাকার নর্দমাগুলি ভেঙে ফেলা হয় । এলাকাটি দেগঙ্গার বেড়াচাঁপা 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত । ভেঙে ফেলা নর্দমাগুলি চার বছর ধরে সংস্কার না করে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ । যার ফলে সংস্কারের অভাবে নিকাশি নালাগুলি হয়ে উঠেছিল তথৈবচ । আক্ষরিক অর্থে নিকাশি নালাগুলি বেহাল দশায় পরিণত হয়েছিল । যার মাশুল গুনতে হচ্ছিল এলাকার বাসিন্দাদের (Deganga Drainage Problem)।

দেগঙ্গায় চার বছর ধরে বেহাল নিকাশি নালা, চাঁদা তুলে সংস্কার করলেন এলাকাবাসী

অভিযোগ, একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ত এলাকা । সেই জল পাড়িয়েই যাতায়াত করতে হত বাসিন্দাদের । শুধু তাই নয়,বৃষ্টির জমা জলে রোগের প্রাদুর্ভাবের বাড়ছিল বলেও অভিযোগ এলাকাবাসীর । এমনিতেই, এখন মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত । বিশেষ করে ডেঙ্গি আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে দেগঙ্গার বাসিন্দাদের । তার ওপর নিকাশি নালার সংস্কার না হওয়ায় সেই আতঙ্কই যেন আরও বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মনে । তাই, পঞ্চায়েতের ওপর ভরসা না করে চাঁদা তুলে নিজেরাই উদ্যোগ নিয়েছেন বেহাল নিকাশি নালা সংস্কার করতে । সেই সংস্কার ইতিমধ্যে সম্পন্নও করেছেন এলাকাবাসী । এই বিষয়ে অঞ্জলি দাস নামে স্থানীয় এক মহিলা বলেন, "বহুবার স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধি, এমনকি পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু কোনও ভ্রুক্ষেপ করেনি তাঁরা । তাই, বৃষ্টির জল থেকে রেহাই পেতে আমরা নিজেরাই গাঁটের কড়ি খরচ করে সংস্কার করেছি নিকাশি নালার । আমরা চাই নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার এবং সংস্কার করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.