ETV Bharat / state

6 মাস বন্ধ বিদ্যুৎ পরিষেবা, পথ অবরোধে আদিবাসী মহিলারা

author img

By

Published : Sep 13, 2020, 11:13 AM IST

স্থানীয়রা জানিয়েছেন, নহাটা আদিবাসী পাড়ায় কয়েক'শ পরিবার রয়েছে । বাসিন্দাদের বক্তব্য, ছয়-সাত মাস আগে তাঁরা বিল মিটিয়ে দিয়েছেন । কিন্তু বিল মেটানোর সত্ত্বেও কয়েক মাস কেটে গিয়েছে ।

Locals agitation over electricity service closed from 6 months in bongaon
6 মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ, পথ অবরোধে আদিবাসী মহিলারা

বনগাঁ, 13 সেপ্টেম্বর : বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার পর ছ'মাস অতিক্রান্ত হয়েছে । তারপরও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েক'শ মহিলা । ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা গ্রামে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক-সহ বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনও ফল হয়নি । তাই, বাধ্য হয়ে তাঁরা অবরোধ করছেন । স্থানীয়রা জানিয়েছেন, নহাটা আদিবাসী পাড়ায় কয়েক'শ পরিবার রয়েছে । তাঁদের BPL মিটারের বিদ্যুৎ সংযোগ রয়েছে । প্রায় আট মাস আগে এলাকার বেশিরভাগ পরিবারের বিদ্যুতের বিল বাকি পড়ে যায় ৷ পাওনা টাকা না মেটানোয় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়ে দেন, বিল না-মেটালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না । বাসিন্দাদের বক্তব্য, ছয়-সাত মাস আগে তাঁরা বিল মিটিয়ে দিয়েছেন । কিন্তু বিল মেটানোর সত্ত্বেও কয়েক মাস কেটে গিয়েছে । এখনও তাঁদের বিদ্যুৎ সংযোগ করা হয়নি ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা টুলু সর্দার, আসালতা বিশ্বাসরা বলেন, " বিল মেটানোর পরেও আমাদের অন্ধকারে থাকতে হচ্ছে । বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা শিকেয় উঠেছে । " প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর গোপালনগর থানার পুলিশ এলাকায় গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায় । যদিও এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.