ETV Bharat / state

জল-যন্ত্রণা, নিকাশি ব্যবস্থার উন্নতি চেয়ে যশোর রোড অবরোধ

author img

By

Published : Jun 21, 2021, 7:27 PM IST

বৃষ্টির জমা জলের দুর্ভোগ থেকে মুক্তি পেতে তিন ঘণ্টা যশোর রোড অবরোধ করলেন এলাকাবাসীরা । ফলে যান চলাচল ব্যাহত হয় ৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন স্থানীয় বিডিও ।

জল-যন্ত্রণা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন চেয়ে যশোর রোডে বিক্ষোভ
জল-যন্ত্রণা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন চেয়ে যশোর রোডে বিক্ষোভ

বারাসত, 21 জুন : একটু বৃষ্টিতেই জলে ডুবে থাকে রাস্তাঘাট, মাঠ ৷ এমন কী ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে যায় ৷ বেহাল নিকাশি ব্যবস্থায় দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে বারাসত সংলগ্ন একাধিক এলাকা ৷ দুর্ভোগ থেকে রেহাই পেতে আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ভুক্তভোগী বারাসত সংলগ্ন কাজিপাড়া এলাকার বাসিন্দারা ৷ তাঁরা হুঁশিয়ারি দেন, নিকাশি ব্যবস্থা ঠিক না করা পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন ৷ ঘণ্টা তিনেকের বিক্ষোভে যান চলাচলে বিঘ্ন ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিডিয়ো সৌগত পাত্র আসেন ৷ তাঁর আশ্বাসে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন ৷

নিম্নচাপের জেরে তিনদিনের বৃষ্টিতে জলমগ্ন বারাসতের 1 নম্বর ব্লকের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের একাধিক এলাকা ৷ বিশেষ করে ওই পঞ্চায়েতের মুরালি, শ্রীপল্লি, কাজিডাঙা সহ একাধিক এলাকা জলমগ্ন ৷ কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল ৷ আবার রাস্তার জল ঢুকে পড়েছে ঘরের মধ্যে ৷ জমা জলে বেড়েছে সাপ-পোকামাকড় ৷ স্থানীয়দের অভিযোগ, এলাকায় কয়েকশো পরিবারের বাস ৷ জলের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের ৷ একপ্রকার দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন ৷

বিক্ষোভকারীরা কি বলছেন, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : জলে থৈ থৈ বেহালার নবপল্লীর প্রতিটি বাড়ি

স্থানীয়দের আরও অভিযোগ, সুষ্ঠু নিকাশি ব্যবস্থার জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সুরাহা মেলেনি ৷ তাপসী দাস নামে বিক্ষোভে সামিল হওয়া স্থানীয় এক বাসিন্দা বলেন, "দীর্ঘ সাত বছর ধরে এই জল-যন্ত্রণা পোহাতে হচ্ছে ৷ নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই এখানে ৷ বারবার নিকাশি ব্যবস্থার উন্নয়নের কথা বলা হলেও স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসন কেউই ভ্রুক্ষেপ করেনি ৷ শুধু মিলেছে আশ্বাস ৷ এই পরিস্থিতি থেকে রেহাই পেতে আমরা একত্রিত হয়ে বিক্ষোভ করছি ৷"

একই সুরে আরও এক স্থানীয় বাসিন্দা ফতেমা বিবি বলেন, "যেভাবে ঘরের ভিতর জল ঢুকে গিয়েছে তাতে বসবাস করাই আমাদের দায় হয়ে পড়েছে ৷ দুর্বিষহ অবস্থা আমাদের ৷ অথচ কারোর ভ্রুক্ষেপ নেই ৷ জমা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে ৷ এতে রোগ ব্যাধির আশঙ্কা বেড়ে চলেছে ৷"

এই জল-যন্ত্রণার সমস্যা স্বীকার করে নিয়েছেন বারাসত 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র ৷ তিনি বলেন, "ওই এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল, উন্নয়নে জোর দেওয়া হবে ৷ যাতে বাসিন্দাদের দুর্ভোগ কমে তা দেখা হবে ৷ এই সমস্যা নিয়ে বুধবার বৈঠক করা হবে ৷ আশা করছি সেখানেই কোনও না কোনও সমাধান বেরিয়ে আসবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.