ETV Bharat / state

Kasba Vaccine Controversy : বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 26, 2021, 6:40 PM IST

বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ৷ শনিবার উত্তর 24 পরগনার বারাসতের ময়নায় তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দেন তিনি ৷ সেখান থেকে বেরিয়েই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী ৷

Kasba Vaccine Controversy : food minister advises to be careful before attending any private events
Kasba Vaccine Controversy : বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর

বারাসত, 26 জুন : যে কোনও বেসরকারি সংস্থা বা সংগঠনের উদ্যোগে কোনও কর্মসূচিতে যাওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে ৷ সেই সংস্থা ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিশদে খোঁজ নিতে হবে ৷ তাতে নিশ্চিত হলে একমাত্র তবেই সেই অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে ৷ কসবায় টিকা কেলঙ্কারির জেরে দলীয় কর্মীদের এভাবেই সতর্ক করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) ৷

শনিবার উত্তর 24 পরগনার বারাসতের ময়নায় তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে হাজির হন মন্ত্রী ৷ সেখান থেকে বেরিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘‘কসবার ঘটনার পর প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে ৷ আরও কোনও জায়গায় এই ধরনের ভুয়ো টিকাকরণ শিবির চলছে কিনা, তা নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে ৷ কসবার ঘটনা থেকে পর আমরাও আরও বেশি সতর্ক ও সজাগ হয়েছি ৷’’

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

কসবার ভুয়ো টিকাকরণ শিবিরের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে সখ্য থাকার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এমনকী, তৃণমূল সরকারের একাধিক মন্ত্রী এবং বিধায়কের সঙ্গে ছবিও রয়েছে ভুয়ো এই আইএএস আধিকারিকের ৷ যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক ৷

এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘জনপ্রতিনিধিরা বিভিন্ন অনুষ্ঠানে যান ৷ তাঁদের অজান্তে যদি কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকে, তার জন্য তো আইন আছে ৷ আইনে যেটা স্থির হবে, সেই মতোই পদক্ষেপ করা হবে ৷’’

ইতিমধ্যেই কসবা টিকা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি ৷ সেই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘‘গণতন্ত্রে যে কেউ যে কোনও দাবি করতে পারেন ৷ তবে, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারও করা হয়েছে ৷ তাই নতুন করে অন্য কোনও তদন্তের দরকার নেই ৷’’

আরও পড়ুন : Kasba Vaccine Controversy : দেবাঞ্জনের সঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পুরোন ছবি ভাইরাল

এদিকে, করোনার টিকাকরণ নিয়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর দাবি, টিকা দুর্নীতির টাকা খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাচ্ছে ৷ এই বিষয়ে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করে রথীনবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিযোগ করার আগে দু’বার ভাবেন ৷ সেখানে দিলীপ ঘোষ অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ! মুখ্যমন্ত্রীর সমালোচনা করা ছাড়া এঁদের আর কোনও কাজ নেই ৷ নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে দিলীপ ঘোষরা আদালতে যান ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.