Minor Couple Death: প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে! চারমাসের মধ্যে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়

author img

By

Published : May 24, 2023, 2:24 PM IST

Minor Couples' Body Recovered ETV BHARAT

আগরপাড়ায় দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, তারা বিবাহিত ছিলেন ৷ পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷

আগরপাড়ায় উদ্ধার অপ্রাপ্তবয়স্ক যুগলের দেহ

আগরপাড়া, 24 মে: নাবালক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর 24 পরগনার খড়দা থানা এলাকার আগরপাড়ায় ৷ বুধবার সকালে ঘর থেকে 17 বছরের আশ মহম্মদ এবং সাহানা আরা নামে দুই নাবালক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের দাবি, ওই দুই নাবালক চার মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন ৷ খড়দা থানার পুুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ দু’জনের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ বিয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷

মৃতের বোন রুজিয়ানা জানিয়েছেন, তার দাদা আশ মহম্মদ এবং সাহানা আরা 4 মাস আগে বিয়ে করেছিলেন ৷ দু’জনেরই বয়স 17 বছর ৷ বাড়ির অন্যান্যদের সঙ্গে থাকত না তারা ৷ পাশেই আদালা বাড়িতে থাকত দু’জনে ৷ আশ মহম্মদ কাঠের আসবাবপত্রের কাজ করতেন ৷ গতকাল রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হয় ৷ সেই সময় সাহানার সঙ্গে আশের বোন রুজিয়ানা ছিলেন ৷ তবে, মাঝরাতে আশ ফিরলে রুজিয়ানা বাড়ি ফিরে যান ৷ রুজিয়ানার দাবি অনুযায়ী, রাতে সব স্বাভাবিক ছিল ৷

কিন্তু বুধবার সকালে দীর্ঘক্ষণ হয়ে গেলেও আশ মহম্মদ এবং সাহানা ঘরের দরজা খুলছিল না ৷ তাই পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করেন ৷ কিন্তু, ভিতর থেকে কোনও সাড়া শব্দ না-পেয়ে দরজা ভাঙা হয় ৷ ঘরে ঢুকে তাঁরা দেখেন দু’জনেই ঝুলন্ত অবস্থায় রয়েছে ৷ এরপরেই পুলিশে খবর দেওয়া হয় ৷ খড়দা থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ তবে দুই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে ৷

আরও পড়ুন: যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে

পুলিশ সূত্রে খবর, পরিবার অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাদের বিয়ে মেনে নিয়েছিল ৷ কিন্তু, তাহলে তারা বাড়ি অন্যান্য সদস্যদের সঙ্গে কেন থাকছিল না ? এমনকী মাত্র 17 বছরের দুই ছেলে-মেয়ের জীবনে এমন কী সমস্যা তৈরি হল ? যাতে তারা আত্মহত্যার মতো দুঃসাহসী পদক্ষেপ নিতে পারে ৷ এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ তদন্তকারী আধিকারিকরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.