Debi Ghosal: প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা দেবী ঘোষাল প্রয়াত

author img

By

Published : Aug 5, 2022, 7:21 PM IST

Debi Ghosal

প্রয়াত হলেন প্রবীণ তৃণমূল-কংগ্রেস নেতা দেবী ঘোষাল (Former Congress MP Debi Ghosal Passes Away)৷ তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷

কামারহাটি, 5 অগস্ট: চলে গেলেন তৃণমূল-কংগ্রেসের প্রবীণ নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ দেবী ঘোষাল (Former Congress MP Debi Ghosal Passes Away)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ।

তাঁর জন্ম 1934 সালে । দমদম লোকসভা ও কামারহাটি বিধানসভার আড়িয়াদহ অঞ্চলে তাঁর বাড়ি । তাঁর বাবা প্রবোধ ঘোষাল কামারহাটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন । বাবার হাত ধরেই দেবী ঘোষালের রাজনীতিতে প্রবেশ । কলকাতা সিটি কলেজে ওয়েস্টার্ন পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে লন্ডনে যান । এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন । তবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন ।

আরও পড়ুন : খড়দা ইলেকট্রোস্টিল কারখানার গ্যাসের পাইপ লিক, মৃত 2

1981 সাল থেকে উত্তর 24 পরগনার অবিভক্ত জেলার প্রেসিডেন্ট পদেও ছিলেন তিনি । 1984 সালে ব্যারাকপুর লোকসভায় কংগ্রেসের হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন । 1989 সালে সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদারের কাছে খুব অল্প ব্যবধানে পরাজিত হন তিনি । 2014 সালে তৃণমূলে যোগ দেন । এরপর তাঁকে সেভাবে রাজনীতিতে দেখা যায়নি । তবে কংগ্রেস আমলে ব্যারাকপুর লোকসভা তথা উত্তর 24 পরগনা জেলায় তাঁর ব্যাপক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল । সুদীর্ঘ জীবনে কংগ্রেসে থাকাকালীন রাজ্যের হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিনিধিত্ব করেছেন দেবী ঘোষাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.