ETV Bharat / state

ISF-TMC Clash: দেগঙ্গা আইএসএফ-তৃণমূল সংঘর্ষে চলল গুলি, আক্রান্ত দু'পক্ষের কর্মীরাই

author img

By

Published : Jun 21, 2023, 6:43 PM IST

Updated : Jun 21, 2023, 7:07 PM IST

ISF TMC Clash
আইএসএফ তৃণমূল সংঘর্ষে

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা । মুড়ি মুড়কির মতো বোমা পড়ল গ্রামে । চলল গুলিও । ঘটনায় দায় দু'পক্ষই চাপাল একে অপরের ঘাড়ে ।

দেগঙ্গা আইএসএফ-তৃণমূল সংঘর্ষে চলল গুলি

দেগঙ্গা, 21 জুন: মনোনয়ন প্রক্রিয়া মিটতেই, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েত এলাকা । গণ্ডগোলের মধ্যেই গ্রামে পড়ল মুড়ি-মুড়কির মতো বোমা। চলল গুলিও। যদিও বোমাবাজির ঘটনা স্বীকার করলেও গুলি চলার কথা মানতে চায়নি পুলিশ ।

সূত্রের খবর, বোমাবাজি এবং সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দু'পক্ষেরই চার থেকে পাঁচজন কর্মী। গুলির স্প্রিন্টার ছিটকে এসে মাথায় লেগেছে এক আইএসএফ সমর্থকেরও । গ্রামের ভিতরে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একের পর এক তাজা বোমা । মিলেছে গুলির খোলও । যার জেরে আতঙ্কিত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা । উত্তেজনা থাকায় গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ । তবে, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি ।

জানা গিয়েছে, বুধবার সকালে হরপুকুর গ্রামের একটি চায়ের দোকানে বসে খোশমেজাজে গল্প করছিলেন আইএসএফের কয়েকজন কর্মী । তখনই কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে বলে অভিযোগ । আইএসএফের দাবি, বোমা ছোঁড়ার পাশাপাশি গুলিও চালানো হয় তাঁদের কর্মী সমর্থকদের লক্ষ্য করে । ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা । যদিও আইএসএফের দাবি উড়িয়ে পালটা তৃণমূল অভিযোগ করেছে, পায়ের তলার মাটি হারিয়ে দেগঙ্গায় অশান্তি পাকাতে চাইছে আইএসএফ । সেজন্য বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করা হচ্ছে এলাকায় । এ দিনও বোমা-গুলি নিয়ে তাঁরাই প্রথমে হামলা চালায় দলের কর্মী সমর্থকদের ওপর । পালটা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায় ৷ ফলে, এই ঘটনায় দু'দলই একে অপরের ঘাড়ে দায় চাপিয়েছে ।

আরও পড়ুন: চোপড়ায় মনোনয়নের দিন সংঘর্ষে জখম সিপিএম কর্মীর মৃত্যু

তবে পুলিশের একটি সূত্রের দাবি, দলীয় পতাকা লাগানো ঘিরে সংঘর্ষ বাঁধে আইএসএফ-তৃণমূল উভয়পক্ষের মধ্যে । তখনই বোমাবাজি হয় গ্রামের ভিতরে ৷ যা ঘিরে উত্তাল হয়ে ওঠে হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েত এলাকা । এদিকে, বোমাবাজির জেরে আইএসএফের এক কর্মীর বাড়ির জানলার কাচ ভেঙে চৌচির হয়ে যায় । দেখা যায়, সেই বাড়ির উঠোনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একের পর এক তাজা বোমা । যা দেখে শিউরে উঠেছেন অনেকেই । মুহুর্মুহু বোমাবাজির জেরে আতঙ্কিত হয়ে বাইরে বেড়িয়ে আসেন গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে মহিলারা । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । শেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

এই বিষয়ে মহম্মদ ইসরাইল নামে স্থানীয় এক গ্রামবাসী বলেন,"প্রতিদিনের মতো এ দিনও রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য তোড়জোড় করছিলাম । সেই সময় আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা বোমা-গুলি নিয়ে হামলা চালায় গ্রামের ভিতর । আমরা আইএসএফ দলের সঙ্গে যুক্ত । তৃণমূল চাইছে ভোট শান্তিপূর্ণভাবে যেন না হয় । সেই কারণে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে । চার থেকে পাঁচজন আহত হয়েছে । তাঁরা কোথায় আছে জানি না ৷"

আরও পড়ুন: মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়, মুড়ি-মুড়কির মতো ফাটল বোমা

অন‍্যদিকে, এ দিন দুপুরের পর ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় দেগঙ্গা থানার পুলিশ । উদ্ধার হওয়া তাজা বোমা পরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের লোকজন এসে নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে ।

Last Updated :Jun 21, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.