ETV Bharat / state

ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা ! ধৃত রাজস্থানের বাসিন্দা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 7:25 PM IST

Financial Fraud in Name of DG Manoj Malviya
ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা

Financial Fraud in Name of DG Manoj Malviya: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা ৷ ধৃত রাজস্থানের বাসিন্দা রাহিস খান ৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ শনিবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণায় একজন গ্রেফতার

বিধাননগর, 2 ডিসেম্বর: রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্যান্য নীচুতলার আধিকারিকদের প্রতারণা ও টাকা আত্মসাৎ ৷ চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত রাজস্থানের বাসিন্দা রাহিস খান ৷ তাঁকে সে রাজ্য থেকে গ্রেফতার করে তিনদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে । শনিবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের নজরে আসে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে তার নীচুতলার আধিকারিকদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা এই ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দেন তাদেরকে মেসেঞ্জারে এসএমএস করা হয় ৷ তাতে বলা হয়, ডিজি একটি বৈঠকে রয়েছেন ফোন করতে পারছেন না ৷ তিনি একটি সমস্যার মধ্যে পড়েছেন ৷ তাঁর টাকার প্রয়োজন। তাড়াতাড়ি যেন সেই টাকা পাঠিয়ে দেওয়া হয় ।

এই বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এ বছরের 28 অগস্ট একটি সুয়োমোটো মামলা করে এবং তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, এর পিছনে একটি চক্র কাজ করছে ৷ এই চক্রটি রাজস্থান থেকে চালানো হচ্ছে। এরপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের একটি দল রাজস্থানে হানা দেয় ৷ সেখানে গিয়ে অভিযুক্ত যুবক রাহিসকে গ্রেফতার করে নিয়ে আসে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যের ডিজি র‍্যাংকের অফিসারদের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নীচুতলার কর্মীদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হত । যারা ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতেন তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হত । এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে এই যুবক প্রতারণা করেছেন । পুলিশ মনে করছে এই যুবকের সঙ্গে একটি বড় চক্র রয়েছে । সেই বিষয়ে জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন:

  1. ফিরহাদের সই নকল করে চাকরির প্রতারণা ! গ্রেফতার ভারতীয় জাদুঘরের কর্মী
  2. জেলা পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার 2
  3. 80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.