ED Arrests in Bank Fraud Case : বাংলাদেশে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় ইডি'র জালে মূল অভিযুক্ত-সহ 6

author img

By

Published : May 14, 2022, 5:12 PM IST

Crime News

মূলত বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃত এই 6 জনের বিরুদ্ধে (Bangladesh Bank Money Laundering Case) ৷ ধৃতদের মধ্যে প্রশান্ত হালদার ছাড়াও রয়েছেন তাঁর ভাই পৃথ্বীশ হালদার ৷ বাংলাদেশের অনুরোধে কেন্দ্রের নির্দেশে এই জালিয়াতির তদন্তভার হাতে নিয়েছে ইডি ৷

কলকাতা, 14 মে : বাংলাদেশে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় (Bangladesh Bank Money Laundering Case) উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে মূল অভিযুক্ত-সহ 6 জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন ৷ এই ব্যঙ্ক জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্তের নাম প্রশান্ত হালদার ৷ শুক্রবার ইডি আধিকারিকরা অশোকনগর-সহ রাজ্যের 9টি জায়গায় তল্লাশি চালিয়ে এই 6 জনকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে ৷

মূলত বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃত এই 6 জনের বিরুদ্ধে ৷ ধৃতদের মধ্যে প্রশান্ত হালদার ছাড়াও রয়েছেন তাঁর ভাই পৃথ্বীশ হালদার ৷ অভিযোগ, ভুয়ো সংস্থার নাম করে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাংলাদেশী মুদ্রায় হাজার কোটি টাকা তোলে মূল অভিযুক্ত প্রশান্ত হালদার ও তার সহযোগীরা । এরপর সেই টাকা হাওয়ালা মারফত এসে পৌঁছেছিল পশ্চিমবঙ্গে । বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে এমনই তথ্য উঠে এসেছে ৷ সেই তথ্য দিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে চলতি মাসে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে ।

বাংলাদেশে অর্থ তছরুপের ঘটনায় ইডি'র জালে 6

আরও পড়ুন : বউভাতে ক্যাটারিং কর্মী-আত্মীয়দের সংঘর্ষ, ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু যুবকের

এরপরই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাদেশ থেকে আসা টাকার এই উৎস খুঁজতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে । ইডি সেই তদন্তে নেমে শুক্রবার অশোকনগর, কলকাতার বাইপাসের একটি অফিস ও ভাঙরের মোট 9টি জায়গায় তল্লাশি অভিযান চালায় । দীর্ঘ প্রায় 24 ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযানের পর শনিবার বাংলাদেশের ব্যাঙ্ক প্রতারণার ঘটনার মূল অভিযুক্ত প্রশান্ত হালদার-সহ 6 জনকে গ্রেফতার করে ইডি । ইডি সূত্রে খবর, এই অভিযুক্তদের মাধ্যমেই বাংলাদেশ থেকে টাকা ভারতে এসে পৌঁছত । এদের পিছনে অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ আছে কিনা সেটা তদন্ত করে দেখছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.