ETV Bharat / state

দুর্ঘটনায় জখম যুবকের চিকিৎসার জন্য দেওয়া হল স্বাস্থ্যসাথীর কার্ড, খুশি পরিবার

author img

By

Published : Jan 13, 2021, 10:42 PM IST

আজ দুপুরে হাতে ব্যান্ডেজ অবস্থায় ছেলেকে নিয়ে জেলাশাসকের দপ্তরে ছুটে আসেন ওই যুবকের মা ।

dm office of barasat handover swasthyasathi card to injured youth
dm office of barasat handover swasthyasathi card to injured youth

বারাসত, 13 জানুয়ারি : ঢালাইয়ের মেশিনে কাজ করতে গিয়ে বাঁ হাতের তিনটি আঙুল পিষে গিয়েছিল ৷ বনগাঁর হাসপাতাল থেকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বছর পঁচিশের সুব্রত খাঁ-কে । চিকিৎসকরা জানায়, জরুরী ভিত্তিতে তাঁর বাঁ হাতের অস্ত্রোপচার প্রয়োজন । কিন্তু রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করা সুব্রতর পক্ষে অস্ত্রোপচারের অর্থ জোগাড় করা সহজ ছিল না ৷ তাই অসহ্য যন্ত্রণা সহ্য করে বাড়িতেই ছিলেন ওই যুবক । শেষে যুদ্ধকালীন তৎপরতায় আজ আহত যুবকের পরিবারের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিল জেলা প্রশাসন । এই উদ্যোগে আপ্লুত যুবকের পরিবার ।

আজ দুপুরে হাতে ব্যান্ডেজ অবস্থায় ছেলেকে নিয়ে জেলাশাসকের দপ্তরে আসেন নয়নতারা খাঁ । তিনি বলেন, "ছেলের হাতের অস্ত্রোপচারের অর্থ জোগাড় করার সামর্থ্য নেই আমাদের । অঞ্চল অফিসের পরামর্শে এদিন জেলাশাসকের অফিসে এসে বিষয়টি জানাই । এরপরই তারা তৎপর হয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করে দেয় । এই কার্ডে এবার ছেলের চিকিৎসা করাতে পারব আমরা ৷"

বিষয়টি নিয়ে জেলাশাসকের দপ্তরের এক আধিকারিক বলেন, "দু-একটি ক্ষেত্রে সাময়িক সমস্যা হলেও সেইভাবে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কোনও সমস্যা নেই । কারও কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হচ্ছে । এই পরিবার যদি আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করত তাহলে তাঁদের স্বাস্থ্য সাথীর কার্ড কোনও অসুবিধে হত না ৷"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.