ETV Bharat / state

বারাসতে সরকারি চাল বণ্টন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঘেরাও ফাঁড়ি

author img

By

Published : Apr 6, 2020, 12:01 AM IST

পঞ্চায়েত সমিতির সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, তারা চাল বন্টন নিয়ে বৈঠকে দলের পঞ্চায়েতে সদস্যকে হেনস্থা ও মারধর করা করেছে।

clash for distribution of rice
বারাসতে

কদম্বগাছি, 5 এপ্রিল: সরকারি চাল বণ্টনকে ঘিরে কদম্বগাছিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তুলল মারধর ও হেনস্থার অভিযোগ। বারাসত ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন কদম্বগাছি পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুদর্শন দেব। তাঁদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে কদম্বগাছি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখালেন তৃণমূলের একাংশের কর্মী সমর্থকরা। এদিনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফাঁড়ি চত্বর টাকি রোড সংলগ্ন এলাকা। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান ।

clash for distribution of rice
সরকারি চাল বণ্টনকে ঘিরে কদম্বগাছিতে অশান্তি।

সরকারি চাল সুষ্ঠুভাবে বণ্টন করা নিয়ে এদিন সকালে কদম্বগাছি পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যদের একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা তথা পঞ্চায়েত সদস্য সুদর্শন দেবও হাজির ছিলেন। অভিযোগ, বৈঠক শেষে তিনি যখন বাড়ির দিকে রওনা দেন তখন তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আসাদুজ্জামান ফোন করে ডাকেন। সুদর্শন দেব সেই মতো পঞ্চায়েতে ফিরেও আসেন। এরপরই সরকারি চাল দেওয়া নিয়ে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের দুই নেতা ও তাঁদের অনুগামীরা। বচসা থেকে হাতাহাতি বেধে যায়। ঝামেলা চলাকালীন পঞ্চায়েত সদস্য সুদর্শন দেবকে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ তোলে সুদর্শন দেবের অনুগামীরা। অপমান করে তাঁকে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

এদিকে ঘটনা জানাজানি হতেই তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের ভিড় বাড়তে থাকে কদম্বগাছি ফাঁড়ির সামনে। অন্যদিকে জমায়েত হন স্থানীয় নেতৃত্বও। আসেন জেলা পরিষদের সদস্য রঞ্জিত বিশ্বাস, পঞ্চায়েত সদস্য নিজা়মউদ্দিন কবীর, তৃণমূল নেতা মাফুজার রহমানসহ দলের বেশ কিছু নেতা। নেতৃত্বের উপস্থিতিতেই বিকেলে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্য পুলিশি আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।

এই বিষয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য সুদর্শন দেব বলেন, "আমি সুষ্ঠুভাবে চাল বিলির কথা বলতেই ওরা আমাকে গালিগালাজ ও মারধর করতে শুরু করে। বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান ও তাঁর অনুগামী নয়ন, নিজা়মসহ আরও কয়েকজন এই ঘটনায় সঙ্গে জড়িত। এদের প্রত্যেকের শাস্তি চাই।"

অন্যদিকে এই বিষয়ে বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযুক্ত আসাদুজ্জামান বলেন, "দলের ভাবমূর্তি নষ্ট করতেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই সত্য সামনে আসবে"।

অন্য়দিকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, "অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.