ETV Bharat / state

chiranjeet confess : বিধায়ক হিসেবে ভুল ত্রুটি ছিল, কবুল চিরঞ্জিতের

author img

By

Published : Jul 25, 2021, 8:05 PM IST

এদিন বারাসতে দলীয় এক রক্তদান শিবিরে যোগ দেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ অনুষ্ঠানে হাজির হয়ে এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন,"কাজ করতে গিয়ে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়েছে ,শত্রুতাও হয়েছে। কিন্তু আন্তরিকতায় কোনও ত্রুটি ছিল না। বিধায়ক অথবা পৌরসভার বিদায়ী কাউন্সিলর তাঁর মেয়াদকালে কোন কাজটা করতে পেরেছেন, আর কোনটা করতে পারেননি, তা আপনারা অভিযোগ জানান। আমরা সেই ভুল, ত্রুটি শুধরে নেব ৷"

রক্তদান শিবিরে তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
রক্তদান শিবিরে তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

বারাসত, 25 জুলাই : কাজ করতে গিয়ে অনেক সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, শত্রুতাও হয়েছে । কিন্তু আন্তরিকতায় কোনও ত্রুটি ছিল না। মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের সামনে এভাবেই আত্মসমালোচনা করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

এদিন বারাসতে দলীয় এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে চিরঞ্জিত বলেন,"কোনও কোনও সময় আমাদের মধ্যে একটু শত্রুতা হবে, ঠোকাঠুকি হবে, হবে ভুল বোঝাবুঝিও। কিন্তু আমরা সেসব দূরে সরিয়ে একত্রিত হব পার্টির জন্য। আমাদের একটাই রঙ সবুজ ৷"

বিধায়ক হিসেবে কাজ করতে গিয়ে অনেক সময় ভুল-ত্রুটি হয়েছে বলেও এদিন স্বীকার করে নেন তৃণমূলের তারকা বিধায়ক।

বারাসতে আত্মসমালোচনায় চিরঞ্জিত

আরও পড়ুন : গাঁয়ে মানে না, আপনি মোড়ল ; মমতাকে কটাক্ষ দিলীপের

এই প্রসঙ্গে তিনি আরও বলেন,"কিছু কিছু সময় আমাদের কাজে ভুল,দোষ ছিল তা মানছি তবে,আন্তরিকতায় কোনও ভুল ছিল না ৷"

অনুষ্ঠানে হাজির হয়ে এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "প্রত্যেক সময় আমরা আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বকে পুনর্নবীকরণ করব। তাতে সম্পর্ক আরও অটুট হবে। আমরা সেই বন্ধুত্ব নিয়েই বেঁচে থাকব আগামীদিনে ৷" বিধায়ক কিংবা স্থানীয় তৃণমূলের কো-অর্ডিনেটরের কাজে কোনও ভুল, ত্রুটি থাকলে তা দলীয় কর্মীদের জানানোর পরামর্শও দিয়েছেন তিনি ৷ তার কথায়, "বিধায়ক অথবা পৌরসভার বিদায়ী কাউন্সিলর তাঁর মেয়াদকালে কোন কাজটা করতে পেরেছেন, আর কোনটা করতে পারেননি, তা আপনারা অভিযোগ জানান। আমরা সেই ভুল,ত্রুটি শুধরে নেব ৷"

তৃণমূলের 215 এবং বামেদের 235 আসনের পার্থক্য তুলে ধরে এদিন বামফ্রন্টের সমালোচনা করতেও ভোলেননি তৃণমূলের বিধায়ক। চিরঞ্জিৎ বলেন, "ওরা 235 আসন পেয়েছিল মানুষের ভোট লুঠ করে। আর তৃণমূল 215 আসন পেয়েছে মানুষের ভোট পেয়ে। এবারের বিধানসভা ভোটে কেউ বলতে পারবেন না,মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। তার জন্য সব জায়গা থেকে মিলিটারি নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছিল। আমরা বিধানসভা ভোটে কোনও অন্যায় করেনি। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে ওরাই (বিজেপি) করেছে ৷"

আরও পড়ুন : Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত

এই প্রসঙ্গে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়লাভ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তৃণমূল দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যা আছে সব বিরোধী দলে। সেই জন্য বিরোধী দল ছেড়ে প্রতিদিনই অসংখ্য মানুষ যোগদান করছেন শাসকদলে ৷" রাজ্যে ভ্যাকসিনের আকালের জন্য এদিন কেন্দ্রীয় সরকারকেই দুষেছেন তিনি।

এদিনের মঞ্চে হাজির ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক ও জেলা তৃণমূলের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়, শহর তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় সহ বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.