Smuggling : বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কয়েক কোটি টাকার সোনার বাট উদ্ধার, ধৃত 2

author img

By

Published : Sep 19, 2021, 12:00 PM IST

বসিরহাটে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের হাতে কয়েক কোটি টাকার সোনার বাট উদ্ধার হল ৷ একটি ট্রাকে করে সেগুলি পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা ৷ ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত সোনা শুল্ক দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷

বসিরহাট, 19 সেপ্টেম্বর : ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই 2 কেজি 240 গ্রাম সোনার বাট-সহ দুই পাচারকারীকে হাতেনাতে ধরলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা‌ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের কেবিন থেকে বাজেয়াপ্ত হয় এই বিপুল পরিমাণ সোনার বাট । ট্রাকের চালক কমল হাসান এবং খালাসি রজত ঢালিকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । পরে গ্রেফতার করা হয় তাদের ৷ ধৃতদের কাছ থেকে মোট 22টি সোনার বাট উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা । বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বিপুল টাকার এই সোনার বাট নিয়ে যাওয়া হচ্ছিল বলে একপ্রকার নিশ্চিত বিএসএফ কর্তৃপক্ষ । বাজেয়াপ্ত হওয়া সোনার বাটগুলি ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।

এদিন বিকেলের দিকে একটি মালবাহী ট্রাক বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সন্দেহ হওয়ায় ট্রাকটি আটকায় বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এরপর তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ ৷ তাঁরা দেখেন, ট্রাক চালকের কেবিনের নিচে থরে থরে সাজানো সোনার বাট । তৎক্ষণাৎ আটক করা হয় ট্রাকের চালক ও খালাসিকে । পরে তাদের বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেফতার করা হয় ৷ ট্রাক থেকে বাজেয়াপ্ত হওয়া 2 কেজি 240 গ্রাম সোনার বাট ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু'জনেরই বাড়ি বসিরহাটে । তারা চোরাচালানের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ ধৃতদের নিজেদের হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতে পেশ করবে পুলিশ । ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারের ঘটনা নতুন কিছু নয় ৷ আগেও বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে নানা জিনিস পাচারের চেষ্টা হয়েছিল । কখনও সোনার বাট তো কখনও রুপোর গয়না । আবার কখনও ফেনসিডিল কিংবা মাছের চারাপোনা । সম্প্রতি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে প্রায় সাতাশি লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছিলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকা থেকে 1 কোটি 27 লাখ টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরে বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । এবার কয়েক কোটি টাকার সোনার বাট বাজেয়াপ্ত হল এই ঘোজাডাঙা সীমান্ত থেকে ।

আরও পড়ুন : Smuggling: ট্রলার আটকে ৬ কোটি টাকার কাপড় উদ্ধার করল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.