Silver Recovered: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 11 লক্ষ টাকার রুপোর গয়না

author img

By

Published : Nov 20, 2022, 9:45 PM IST

Silver Recovered

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার হল 11 লক্ষ টাকার রুপোর গয়না (Silver Smuggling) । ঘটনার সঙ্গে আন্তঃরাজ‍্য পাচার চক্রের যোগ আছে কি না খতিয়ে দেখছে বিএসএফ ।

বসিরহাট, 20 নভেম্বর: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের । পাচারের আগেই স্বরূপনগরের বিথারী সীমান্ত থেকে উদ্ধার হল 24 কেজি রুপোর গয়না (BSF recovered 24 kg silver) । যার বাজারমূল্য প্রায় 11 লক্ষ টাকা । তবে এই ঘটনায় কেউই ধরা পড়েনি বিএসএফের হাতে ।

সূত্রের খবর, সীমান্তে বিএসএফের কড়া টহলদারি দেখে সম্ভবত পাচারকারীরা গ্রেফতারি এড়াতে রুপোর ব‍্যাগটি সেখানে ফেলে পালিয়ে যায় । সেই ব‍্যাগ থেকেই মেলে বিপুল পরিমাণ রুপোর গয়না । রবিবার বাজেয়াপ্ত হওয়া এই রুপোর গয়না তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ ।

ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান কিংবা অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয় । আগেও নানা সময়ে বসিরহাট এবং স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাপথে পাচারের ঘটনা ঘটেছে । বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ জওয়ানদের তৎপরতায় । শুধু চোরাচালানের ঘটনার কথা বললে ভুল হবে, অনুপ্রবেশকারীরাও রীতিমতো সক্রিয় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় । এর আগে কখনও মাছের চারা পোনা, তো সোনার বিস্কুট ৷ আবার কখনও রুপোর গয়না পাচারের চেষ্টাও হয়েছে সীমান্ত দিয়ে (Silver Recovered) ।

তবে পাহাড়ায় থাকা সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা তৎপর থাকায় সেই সমস্ত পাচারের অধিকাংশই সফল হতে পারেনি । যার অন‍্যথা হল না এবারও । বিএসএফ (BSF) সূত্রে খবর, এদিন সকালে 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা যখন বিথারী সীমান্তে টহল দিচ্ছিলেন তখন কাঁটাতারের ঝোপের মধ্যে একটি কালো রঙের ব‍্যাগ পড়ে থাকতে দেখেন । সন্দেহ হওয়ায় এগিয়ে যান তাঁরা । এরপর ব‍্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ টহলরত জওয়ানদের । দেখেন, ব‍্যাগের ভিতর থরে থরে সাজানো রুপোর গয়না (Silver Smuggling) ।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্ত অপরাধমুক্ত করতে যৌথ পরিকল্পনা বিএসএফ-বিজিবি-র

আশপাশে কাউকে দেখতে না পেয়ে শেষে রুপো ভরতি ব‍্যাগটি উদ্ধার করে নিয়ে যায় তাঁরা । প্রাথমিকভাবে বিএসএফের অনুমান, বিপুল টাকার এই রুপো বাংলাদেশে পাচারের ছক কষেছিলেন চোরাচালানকারীরা । কোনওভাবে সেটা সফল হতে না পেরে রুপোর ব‍্যাগটি তারা সীমান্তে ফেলে গা ঢাকা দেয় । এর সঙ্গে আন্তরাজ‍্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে বিএসএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.