ETV Bharat / state

গাড়িতে পড়ল ইট, হাতে চোট ; আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায় দুষলেন মদনকে

author img

By

Published : Apr 17, 2021, 7:56 PM IST

raju banerjee
raju banerjee

বিজেপি সূত্রে খবর, পঞ্চম দফার ভোটের দিন বিকেলে বেলঘরিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ৷ অভিযোগ, তখনই কোথা থেকে গাড়ির সামনের কাঁচ লক্ষ্য করে ইট এসে পড়ে ৷

কামারহাটি, 17 এপ্রিল : চতুর্থ দফার ভোটের উলটো চিত্র দেখা গিয়েছে পঞ্চম দফার ভোটে ৷ দু’-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই যে দিনটা কাটবে তেমনটাই মনে হচ্ছিল ৷ কিন্তু দিনের শেষ ভাগে এসে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে দুমাদুম এসে পড়ল ইট ৷ ঝনঝনিয়ে ভাঙল কাঁচ ৷ হাতে চোট লাগল প্রার্থীর ৷ ছড়াল উত্তেজনা ৷

বিজেপি সূত্রে খবর, পঞ্চম দফার ভোটের দিন বিকেলে বেলঘরিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ৷ অভিযোগ, তখনই কোথা থেকে গাড়ির সামনের কাঁচ লক্ষ্য করে ইট এসে পড়ে ৷ এমনকী বোমাও ছোড়া হয় ৷ দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় ডান হাতে চোট লাগে প্রার্থীর ৷ হাতে রুমাল জড়িয়ে নেন তিনি ৷ ঘটনার পর রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের আগে থেকেই তৃণমূল বহিরাগতদের এনে জড়ো করেছে ৷ বারবার বলেও কাজ হয়নি ৷ তারাই এই ঘটনা ঘটিয়েছে ৷"

কামারহাটিতে আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : মদন মিত্র আর বিজেপির ডিএনএ এক : সায়নদীপ

ঘটনায় সরাসরি কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের উপর দোষ চাপিয়েছেন রাজু ৷ তাঁর অভিযোগ, "হার নিশ্চিত এটা বুঝেই হামলা চালিয়েছে তৃণমূল ৷ মদন মিত্রের উস্কানিতে প্রাণঘাতী হামলা করা হয়েছে ৷ কোনও স্থানীয় ছেলেরা এমনভাবে আক্রমণ করতে পারবে না ৷ এসব বাইরের লোকেদের কাজ ৷ কিন্তু এসব করে আমাকে দমাতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.