ETV Bharat / state

Bangaon Municipality : যশোর রোডে গাছ কাটার সিদ্ধান্ত উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের

author img

By

Published : May 19, 2022, 8:33 AM IST

Updated : May 19, 2022, 1:26 PM IST

রাস্তার ধারে গাছের বিপজ্জনক ডাল ভেঙে মৃত্যু হয়েছে কয়েকজন পথচারীর ৷ তার জেরে স্থানীয় বিক্ষোভে অবশেষে গাছগুলির বড় ডাল কাটার সিদ্ধান্ত নিল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন (Bangaon Municipality) ৷

north 24 pargana
উত্তর 24 পরগনার জেলাশাসক

বনগাঁ, 19 মে : গাছের ডাল ভেঙে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বনগাঁয় ৷ রবিবার দুপুর নাগাদ গাইঘাটা চাঁদপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে দু'জনের মৃত্যু হওয়ায় স্থানীয়রা গাছের বিপজ্জনক ডাল কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

এর জেরে আইনি জটিলতায় আটকে থাকা 35 নম্বর জাতীয় সড়কের দু'পাশের শতাব্দী প্রাচীন শিরিষ গাছের বিপজ্জনক ডাল কাটার উদ্যোগ নিল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন (Bangaon District Administration decided to cut down trees on Jessore Road)। বুধবার বনগাঁ মহকুমার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান জেলাশাসক সুমিত গুপ্তা ।

জেলাশাসক বলেন, "পিডাব্লুডি, সহকারী ইঞ্জিনিয়ার, তিনটি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, পৌরসভার চেয়ারম্যান ও মহকুমাশাসককে বলে দেওয়া হয়েছে রাস্তার উপরে যে সমস্ত গাছের ডাল বিপজ্জনকভাবে রয়েছে এবং যা গাড়ির উপরে এসে পড়তে পারে সেগুলি দ্রুত ছেঁটে দিতে ।" এদিন জাতীয় সড়কের গাছ কাটার প্রসঙ্গ ছাড়াও ডেঙ্গু-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উত্তর 24 পরগনার জেলাশাসক ৷

যশোর রোডে গাছ কাটার সিদ্ধান্ত উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের

আরও পড়ুন : Gaighata Accident Death : গাইঘাটায় গাছের ডাল পড়ে মৃত 2, রাস্তা অবরোধ স্থানীয়দের

Last Updated :May 19, 2022, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.