ETV Bharat / state

Attack on Raj Chakraborty : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

author img

By

Published : Jan 25, 2022, 8:17 PM IST

Updated : Jan 25, 2022, 11:05 PM IST

মঙ্গলবার সন্ধায় টিটাগড় পুরসভার অন্তর্গত একটি এলাকায় পার্ক উদ্বোধনে যান রাজ চক্রবর্তী, সেখানে এই ঘটনা ঘটে (Attack on Raj Chakraborty)

Attack on Raj Chakraborty
নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

ব্যারাকপুর, 25 জানুয়ারি : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Attack on MLA Raj Chakraborty)। ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধায় টিটাগড় পুরসভার অন্তর্গত একটি এলাকায় পার্ক উদ্বোধনে যান রাজ চক্রবর্তী । সঙ্গে ছিলেন টিটাগড় পৌরসভার মুখ্য প্রশাসক প্রশান্ত চৌধুরী ।

আরও পড়ুন : ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তরজা শাসক-বিরোধীদের

অভিযোগ, হঠাৎই তাঁদের উপর একদল দুষ্কৃতী চড়াও হয় । কোনও মতে এক জায়গায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন রাজ চক্রবর্তী । ঘটনা প্রসঙ্গে রাজ বলেন, "এই এলাকায় দুর্বৃত্তদের আনাগোনা রয়েছে । আমি আমার বিধানসভা এলাকায় কিছুতেই এই দুর্বৃত্তায়ন সহ্য করব না । আজকে যে স্থানে আমায় আক্রমণ করা হয়েছে, সিসিটিভিতে ধরা পড়েছে কারা এই ঘটনায় জড়িত । তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে । আগামী 5 বছর আমি থাকব এবং তার আগেই দুর্বৃত্তদের আমি শেষ করব । এই ঘটনায় আমার দেহরক্ষী ও মুখ্য প্রশাসক আহত হয়েছেন ।"

নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত বিধায়ক রাজ চক্রবর্তী

এই ঘটনার খবর পেয়ে এলাকায় যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও যুগ্ম কমিশনার অজয় ঠাকুর । মনোজ ভর্মা আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ছাড়া হবে না । ঘটনার পর এদিন এলাকায় ব্যাপক উত্তেজন ছড়ায় । ঘটনাস্থলে যান মদন মিত্র, পার্থ ভৌমিকের মতো তৃণমূল বিধায়করা ৷ ঘটনা প্রসঙ্গে মদন মিত্র বলেন, "এরকম ভাবে আক্রমণ হতে থাকলে, তৃণমূলকে রাস্তায় নামতে হবে । "

Last Updated : Jan 25, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.