ETV Bharat / state

Death at IT Sector: সেক্টর ফাইভে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

author img

By

Published : Feb 11, 2023, 5:05 PM IST

শনিবার সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল টেকনোলজির ভবনে রহস্য মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর ৷ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে (death at sector v) ৷

ETV Bharat
কমলেশ চট্টোপাধ্যায়

বিধাননগর, 11 ফেব্রুয়ারি: আইটি সেক্টর হিসেবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে রহস্যজনকভাবে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর ৷ মৃতের নাম কমলেশ চট্টোপাধ্যায় ৷ শনিবার ঘটনাটি সেক্টর ফাইভের ওয়েবেল টেকনোলজির ভবনে ৷ এটি আত্মহত্যার ঘটনা নাকি কোনও দুর্ঘটনার কারণে ওই ব্যক্তি মারা গিয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (security guard in saltlake IT Sector) ।

জানা গিয়েছে, এদিন সকালে কাজে এসেই অস্বাভাবিক আচরণ করছিলেন কমলেশ ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই উত্তেজিত ছিলেন কমলেশ, দরদর করে ঘামছিলেন তিনি ৷ উত্তেজিত হয়ে তাঁকে হাঁটাহাঁটি করতে ও ফোনে কথা বলতেও দেখা যায় তাঁকে ৷ এক সময় তিনি জামাকাপড় খুলে বাথরুমে চলে যান ৷ পরে সেখান থেকেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন কমলেশ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে উত্তপ্ত শিলিগুড়ি, জনতার ছোড়া ইটে জখম 2 পুলিশ কর্মী

জানা গিয়েছে, এদিন সহকর্মীরা কমলেশের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি তাঁদের সঙ্গে বিশেষ কথা বলেননি ৷ তিনি নাকি শুধু বলছিলেন, "আমাকে মেরে দাও, মেরে দাও ৷" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার সময় বাথরুমের বেসিনও ভাঙা ছিল ৷ কমলেশের সহকর্মীদের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ কী কারণে তাঁর এই অবসাদ এবং সেই থেকেই কি তিনি এদিন আত্মঘাতী হলেন নাকি দুর্ঘটনার জেরে বেসিন ভেঙে তিনি জখম হন, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, হাতিয়ারা এলাকার বাসিন্দা কমলেশ চট্টোপাধ্যায়ের 2011 সালে বিয়ে হয়। তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে ৷ তবে 2019 সালে স্ত্রী'র সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় কমলেশের ৷ এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । এমনকি বিবাহ-বিচ্ছেদের পর মেয়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হত না বলেও ঘনিষ্ঠদের জানিয়েছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.