ETV Bharat / state

বসিরহাট সীমান্তে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার

author img

By

Published : Feb 3, 2020, 11:25 PM IST

বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে সোমবার ভোররাতে টহলদারির সময় চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে BSF ৷ এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল BSF ৷ CAA ও NRC-এর জেরেই কি সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে ? উঠছে প্রশ্ন ৷ উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রশাসনের ৷ দুপুরে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের আদেশ দেন ৷

bangladeshi-intruders-arrested-
৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার

বসিরহাট , 3 ফেব্রুয়ারি : ফের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের নাম মহম্মদ গিয়াসউদ্দিন মোল্লা,মহম্মদ ইজরায়েল,আবু বক্কর ও ইলিয়াস খান । ধৃতদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না । সোমবার ভোররাতে টহলদারির সময় BSF জওয়ানদের হাতে ধরা পড়ে এরা । এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

BSF সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ঘোজাডাঙা সীমান্তে টহল দিচ্ছিলেন BSF-র জওয়ানরা । তখন তাঁরা লক্ষ্য করেন, ওই চারজন ভারত-বাংলাদেশ সীমানা পেরিয়ে প্রবেশ করছে এদেশে। BSF জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করেন অনুপ্রবেশকারীরা । কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের ধরা পড়ে যায় BSF র হাতে । ওই চারজনই কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপরই গ্রেপ্তার করা হয় তাদের । কী উদ্দেশ্যে তারা এদেশে প্রবেশ করেছিল তা জেরা করে জানার চেষ্টা করছে BSF কর্তারা । ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় ।

এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল BSF । গত একমাসে শুধু ঘোজাডাঙা সীমান্ত থেকেই ৫০-এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে । সীমান্তে যেভাবে অনুপ্রবেশ বেড়ে চলেছে, তার ফলে উদ্বেগ বেড়েছে প্রশাসনের । CAA ও NRC-এর জেরেই কি সীমান্তে অনুপ্রবেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে । যদিও এর কোনও উত্তর মেলেনি BSF কিংবা প্রশাসনের তরফে ।

আজ দুপুরে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের জেল হেপাজতের আদেশ দেন ।

Intro:ফের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ।ধৃতদের নাম মহম্মদ গিয়াসউদ্দিন মোল্লা,মহম্মদ ইজরায়েল,আবু বক্কর ও ইলিয়াস খান।ধৃতদের কারোর কাছেই বৈধ কাগজপত্র ছিলনা।সোমবার ভোররাতে টহলদারি বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে এরা।এরপর,তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল বিএসএফ।গত একমাসে শুধু ঘোজাডাঙা সীমান্ত থেকেই ৫০-এর বেশি
বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।সীমান্তে যেভাবে অনুপ্রবেশ বেড়ে চলেছে,তার ফলে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।CAA ও NRC-এর জেরেই কি সীমান্তে অনুপ্রবেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে,এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।যদিও এর কোনও সদুত্তর মেলেনি বিএসএফ কিংবা প্রশাসনের তরফে। Body:বসিরহাটঃফের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীাকে গ্রেপ্তার করল পুলিশ।সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল এরা।সোমবার ভোররাতে ঘোজাডাঙা সীমান্তে টহলদারি বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায় ওই চার বাংলাদেশি।এদের কারোর কাছেই বৈধ কাগজপত্র ছিলনা।এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ধরা পড়েছিল বিএসএফের হাতে।গত একমাসে সংখ্যাটা প্রায় ৫০-এর ওপরে।সীমান্তে যেভাবে দিনদিন অনুপ্রবেশ বেড়ে চলেছে তাতে উদ্বেগ বেড়েছে প্রশাসনের।CAA ও NRC-এর জেরেই কি গত একমাসে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে?এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।যদিও এবিষয়ে কোনও সদুত্তর মেলেনি বিএসএফ কিংবা প্রশাসনের তরফে।

বিএসএফ সূত্রে জানা গেছে,এদিন ভোররাতে ঘোজাডাঙা সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফের জওয়ান-রা।তখন তারা লক্ষ্য করেন,ওই চারজন ভারত-বাংলাদেশ সীমানা পেরিয়ে প্রবেশ করছে এদেশে।বিএসএফ জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করেন অনুপ্রবেশকারীরা।কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের।ধরা পড়ে যায় বিএসএফের হাতে।ওই চারজনই কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।এরপরই গ্রেপ্তার করা হয় তাদের।কি উদ্দেশ্যে তারা এদেশে প্রবেশ করেছিল,তা জেরা করে জানার চেষ্টা করছে বিএসএফ কর্তারা।ধৃতদের প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়।এদিন দুপুরে ধৃতদের তোলা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে।Conclusion:এদিকে,এদিন দুপুরে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের আদেশ দেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.