ETV Bharat / state

মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়ার দুই যুযুধান প্রার্থী

author img

By

Published : Mar 9, 2021, 10:55 PM IST

দুই যুযুধান প্রার্থী
দুই যুযুধান প্রার্থী

বিধানসভা নির্বাচনে কে কাকে হারাবে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দুই যুযুধান শিবিরের ৷ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রেও ছবিটা এক ৷ তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থীর মধ্যে জোর টক্কর ৷ মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখেমুখি হয়ে সে কথাই শোনালেন তাঁরা ৷

পুরুলিয়া , 9 মার্চ : রাজ্যের প্রথম দফা ভোট আগামী 27 মার্চ ৷ আর তার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ৷ শেষদিনেই মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী সুদীপ মুখ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুজয় বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটি জমায়েত করেন ৷ অন্যদিকে সুদীপ মুখ্যোপাধ্যায় পুরুলিয়া শহরে জুবিলি ময়দানে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন ৷ পরে তিনি তাঁদের নিয়ে মিছিল করেন ৷ দু'জনেই শোনান নির্বাচনে জিতলে তাঁরা সাধারণের জন্য কী কী করবেন ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বললেন , " একদিকে বিজেপি , অন্যদিকে কংগ্রেস ৷ কে প্রতিদ্বন্দ্বী এখনই জানি না ৷ তবে এটা নিশ্চিত যে এবার বিজেপির থেকে কংগ্রেস বেশি ভোট পাবে ৷"

মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া বিধানসভার দুই যুযুধান প্রার্থী

আরও পড়ুন : নেত্রী বললেন, "ফালতু পিছন ডাকবে না"

অন্যদিকে বিজেপি প্রার্থী সুদীপ মুখ্যোপাধ্যায় বললেন , " লড়াই আবার কী ! পুরুলিয়ায় 9টি আসনেই জিতবে বিজেপি" ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.