Silent Procession in Purulia : যুবকের মৃত্যুর কারণ জানতে মৌন মিছিল গ্রামবাসীদের

author img

By

Published : Jan 7, 2022, 9:55 PM IST

Silent Procession in Purulia

রহস্যজনকভাবে 1 জানুয়ারি নিখোঁজ হন এলাকার এক যুবক ৷ তারপর দিন পাশের গ্রামে একটা কুয়ো থেকে উদ্ধার হয় যুবকের দেহ ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানাতে পারেনি পুলিশ ৷ সেই প্রতিবাদে মৌন মিছিল করলেন পুরুলিয়ার জয়পুরের বাসিন্দারা (Silent Procession in Purulia) ৷

পুরুলিয়া, 7 জানুয়ারি : গ্রামের নিরীহ যুবকের অস্বাভাবিক মৃত্যু কীভাবে হল তা জানতে চেয়ে পথে নামলেন পুরুলিয়ার জয়পুরের বাসিন্দারা ৷ যুবকের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে জয়পুর শহরে শুক্রবার মৌন মিছিল করেন এলাকাবাসীরা (unnatural death in purulia) ।

জয়পুর থানার নারায়ণপুর গ্রামের যুবক রথু মাহাতো (23) 1 জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে পাশে পিপঁড়াটার গ্রামে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৷ পরের দিন ওই গ্রামে গিয়ে খোঁজাখুঁজি করার সময় কর্মস্থলের কাছে রথু মাহাতোর বাইক ও জুতো পান পরিবারের সদস্যরা ৷

এরপর যুবকের পরিবার জয়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে । কিন্তু চারদিন কেটে গেলেও পুলিশ কোনও হদিশ দিতে পারেনি বলে দাবি পরিবারের । এতদিন হয়ে গেলেও মৃত্যুর সঠিক কারণ জানতে না-পারার ফলে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের বাসিন্দারা ।

গ্রামের বাসিন্দা কিঙ্কর মাহাতো, তপন মাহাতোরা বলেন, আমাদের গ্রামের একটা জলজ্যান্ত ছেলের কীভাবে মৃত্যু হল আমরা তা জানতে চাই ৷ পুলিশ অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক ৷ তাই আমরা সমস্ত গ্রামবাসীরা মৌন মিছিল করে পথে নেমেছি ৷ একমাত্র উপার্জনকারী রথু মাহাতোর মৃত্যুর ফলে পরিবারটি পথে বসল ৷ তাঁর দু'টি সন্তানও রয়েছে ৷ যার মধ্যে শিশু কন্যাটির বয়স মাত্র এক মাস ।

যুবকের মৃত্যুর কারণ জানতে চেয়ে পুরুলিয়ার গ্রামে মৌন মিছিল গ্রামবাসীদের

যদিও এই বিষয়ে জানতে চাইলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, "তদন্ত জারি রয়েছে ।"

আরও পড়ুন : Body found in Well : নিখোঁজ যুবকের দেহ মিলল কুয়োয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.