Purulia-Kotshila Double Line: শুরু হল পুরুলিয়া-কোটশিলা ডবল লাইনের কাজ, কৃতিত্বের দাবি সিপিএমের

author img

By

Published : Oct 3, 2021, 8:35 PM IST

Updated : Oct 3, 2021, 9:37 PM IST

three decades demand of Purulia-Kotshila double line Work began

গত তিন দশক ধরে চলে আসা ডবল লাইনের দাবি অবশেষে মানল কেন্দ্র ৷ পুরুলিয়া এবং কোটশিলার মধ্যে থাকা সিঙ্গল রেল লাইনকে এবার ডবল লাইনে পরিণত করা হচ্ছে ৷ এর জন্য রেল বাজেটে 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

পুরুলিয়া, 3 অক্টোবর : দীর্ঘ দিনের অপেক্ষার পর অবশেষে শুরু হল পুরুলিয়া থেকে কোটশিলা ডবল লাইন পাতার কাজ ৷ আর এই লাইন পাতার কাজ শুরু হতেই খুশি পুরুলিয়ার বাসিন্দারা ৷ কোটশিলা থেকে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চলাচলের জন্য ডবল লাইন করার দাবি জেলার মানুষ এর বহু দিনের ৷ বাম সরকারের আমলে সাংসদ বাসুদেব আচারিয়া এ নিয়ে বহুবার সরব হয়েছিলেন ৷ তিনি রেলওয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলেন ৷ এবারের রেল বাজেটে এই ডবল লাইন পাতার জন্য 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

এই ডবল লাইনের কাজ অবশেষে শুরু হওয়াতে খুশি জেলার নাগরিকরা ৷ বিশেষ করে যাঁরা এই ডবল লাইনে ট্রেন চলাচলের সুবিধা পাবেন তাঁরা ৷ আর এর পুরো কৃতিত্ব বাসুদেব আচারিয়ার বলে মনে করেন সিপিআইএমের পুরুলিয়া জেলার সম্পাদক প্রদীপ রায় ৷ তিনি বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে বাসুদেববাবু যে কত চিঠি দিয়েছেন তা যদি দেখতে চান তাহলে সব দেখিয়ে দিতে পারি ৷ এখানকার বিজেপি দলের এতে কোনও ভূমিকা নেই ৷ যদি বিজেপি দলের কারও ভূমিকা থাকে, তাহলে গোশালার কাছে সেতুটি করে দেখাক ৷’’

আরও পড়ুন : Bhabanipur By Election: পদ বাঁচাতে মমতাকে জিততে সাহায্য করেছেন শুভেন্দু : সৌমেন মহাপাত্র

তিনি আরও বলেন, ‘‘এ বিষয়ে বরং কংগ্রেস নেতা নেপাল মাহাতো এবং ফরওর্য়াড ব্লক নেতা চিত্ত মাহাতোর ভূমিকা রয়েছে ৷ 16 দফা দাবি নিয়ে আমরা পুরুলিয়া থেকে 1982 সালে পদযাত্রা করি ৷ তখন এই লাইনটি ন্যারোগেজ লাইন ছিল ৷ তখন আমাদের দাবি ছিল এক্সপ্রেস ট্রেন আর বড় লাইনের এবং পরে বিদ্যুতে ট্রেন চালানোর দাবিতেও আমরা সরব হই ৷ কোটশিলা থেকে পুরুলিয়া ডবল লাইনের ব্যাপারে আমরা বরাবরই দাবি জানিয়ে এসেছি ৷ অবশেষে জেলার মানুষের বহু প্রত্যাশিত এই দাবি পূরণ হওয়াতে আনন্দিত সকলেই ৷’’

আরও পড়ুন : Sukanta Majumdar : মানুষের রায় শিরোধার্য ; মমতাকে অভিনন্দন বিজেপি রাজ্য সভাপতির

Last Updated :Oct 3, 2021, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.