Sakuntala Shabor : হিন্দি ভাষায় প্রথম শ্রেণিতে স্নাতক হলেন পুরুলিয়ার শকুন্তলা শবর

author img

By

Published : Nov 21, 2021, 7:45 PM IST

sakuntala shabor of purulia passed first class in graduation course of hindi language

পুরুলিয়ার (Purulia) বরাবাজার ব্লকের ফুলঝোড় গ্রামের বাসিন্দা শকুন্তলা শবর ৷ তিনি এবার হিন্দি ভাষায় স্নাতক হয়েছেন ৷ তাঁর আগে স্থানীয় রনমিতা শবর প্রথম শবর-কন্যা হিসেবে স্নাতক হয়েছিলেন ৷

পুরুলিয়া, 21 নভেম্বর : হিন্দিতে (Hindi Language) অনার্স নিয়ে প্রথম শ্রেণিতে স্নাতক হয়ে নজির গড়লেন পিছিয়ে পড়া জনজাতি হিসেবে পরিচিত শবর সম্প্রদায়ের (Shabor Community) কন্যা শকুন্তলা শবর । পুরুলিয়ায় শবর কন্যা হিসেবে প্রথম স্নাতক হয়েছিলেন বরাবাজার ব্লকের ফুলঝোর গ্রামের শবর কন্যা রমনিতা শবর । এবার দ্বিতীয় শবর কন্যা হিসেবে নিজেদের ভাষা বাদ দিয়ে হিন্দিতে স্নাতক হলেন শকুন্তলা ।

কিন্ত এই লড়াইটা মোটেও সহজ ছিল না তাঁর কাছে । বাবা-মা, ৫ ভাইবোনের অভাবের সংসার ৷ তার মাঝে থেকেই পুরুলিয়ার (Purulia) বরাবাজার থানার অন্তর্গত প্রত্যন্ত ফুলঝোর গ্রামের এই ছাত্রী উচ্চশিক্ষার জন্য নিরলস প্রচেষ্টা করে গিয়েছেন ৷

আরও পড়ুন : Purulia : বিষাক্ত ফল খেয়ে মৃত্যু শবর বৃদ্ধের, এক শিশু-সহ অসুস্থ আরও 4

শকুন্তলার বাবা মঙ্গল শবর চাষবাস করেন৷ মা উর্মিলা শবর জঙ্গলে কাঠ সংগ্রহ করেন । পাঁচ ভাই বোনের মধ্যে শকুন্তলা বড় । তাঁর ভাই বোনেরাও এখন কেউ স্কুলে আবার কেউ কলেজে পড়াশোনা করে । কিন্তু ছোটবেলা থেকেই নিজেদের জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য জেদ ও ইচ্ছেকে ধরে রেখে পড়াশোনা চালিয়ে যান শকুন্তলা ।

কিন্তু পরিবারের অভাবের কারণে শকুন্তলার বিয়ে দিতে বাধ্য হন পরিবার । ঝাড়খণ্ডের ঘাটশিলার দীঘি গ্রামে বিয়ে হয় তাঁর । শিক্ষার টানে ঝাড়খণ্ডের কোলহান বিশ্ববিদ্যালয়ের পটমদা কলেজ থেকেই পড়াশোনা চালিয়ে যায় শকুন্তলা । শ্বশুরবাড়ি থেকে অনেকটা যাতায়াত করতে হত কলেজে, তাই ঝাড়খণ্ডের চান্ডিলে মাসির বাড়িতে থেকে স্কুলে পড়াশোনা চালিয়ে যান তিনি । সেখান থেকেই হিন্দিতে 62 শতাংশ নম্বর পেয়ে স্নাতক হন ।

হিন্দি ভাষায় প্রথম শ্রেণিতে স্নাতক হলেন পুরুলিয়ার শকুন্তলা শবর

আরও পড়ুন : Poisonous Potato : বিষাক্ত বুনো আলু খেয়ে মৃত্যু পুরুলিয়ার রানিপুরে

অভাবী পরিবার, শ্বশুরবাড়ির অবস্থাও ভালো না, তাই শকুন্তলা পড়াশোনা জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পুরুলিয়ার পুঞ্চার বাসিন্দা কলকাতা পুলিশে ট্রাফিকে কর্মরত অরূপ মুখোপাধ্যায় । আগামিদিনে শকুন্তলা সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি নিয়ে এমএ করতে চান । ভবিষ্যতে শিক্ষিকা হয়ে নিজেদের শবর জনজাতিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি । শকুন্তলার সাফল্যে খুশি পরিবার । ভবিষ্যতে আরও এগিয়ে চলুক শকুন্তলা প্রার্থনা করছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.