বিহারে বজ্রাঘাতে মৃত পুরুলিয়ার একই পরিবারের 4, দেহ ফিরল বাড়িতে

author img

By

Published : Jun 13, 2021, 6:17 PM IST

Four men of same family from purulia collapse instantly after lightening strikes at patna

পটনায় ফুল বিক্রি করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল (Lightening Death) পুরুলিয়ার পাঁড়কিডি গ্রামের একই পরিবারের ৪ জনের ৷ দু জন আহত হয়েছেন ৷

পুরুলিয়া, 13 জুন : ভিন রাজ্যে ফুল বিক্রি করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু (Lightening Death) হল পুরুলিয়ার বলরামপুরের একই পরিবারের 4 জনের । আহত হয়েছেন আরও দুজন । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেে বিহারের পটনায় ।

নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর আজ রবিবার দেহগুলি পুরুলিয়ার বলরামপুরে পাঁড়কিডি গ্রামে আনা হয় । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় । মৃতদের নাম হোল যমুনা সিং (45), কানাইয়া সিং (18), কৌশল দেবী (35) এবং সরস্বতী দেবী (10) । আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন: রত্না ব্যাভিচারী, জোড়ে আক্রমণ শোভন-বৈশাখীর

দেহ আনা হয়েছে গ্রামে

জানা গিয়েছে, কয়েকদিন আগে বলরামপুর থানা এলাকার বাসিন্দা ওই পরিবারের কয়েকজন পটনার ফতুয়া এলাকায় যান । মূলত ফুল বিক্রির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা । শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলে ফতুয়া স্টেশনের অদূরে একটি গাছতলায় আশ্রয় নেন তাঁরা । সেই সময়ই বজ্রাঘাতে মৃত্যু হয় একই পরিবারের চার সদস্যের ৷ পরিবারের অন্যান্যরা খবর পেয়ে দেহ আনতে পাড়ি দেন বিহারে । ময়নাতদন্তের পর আজ রবিবার সেখান থেকে চারটি দেহ দুটি অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয় গ্রামে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.