ETV Bharat / state

পুরুলিয়ায় কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

author img

By

Published : Jun 19, 2021, 9:25 PM IST

BJP and Congress members join TMC in purulia
পুরুলিয়ায় কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক

পুরুলিয়ায় কংগ্রেস ও বিজেপিতে ভাঙন ৷ দুই দল ছেড়ে বহু নেতা, কর্মী শনিবার তৃণমূলে যোগদান করলেন ৷ পুরুলিয়া শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক ৷

পুরুলিয়া, 19 জুন : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে পুরুলিয়ায় ৷ শনিবার ফের বড়সড় ভাঙন হল জেলার কংগ্রেস ও বিজেপি শিবিরে ৷ পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা অজিত বাউরি-সহ বিজেপি ও কংগ্রেসের তিন সদস্য, কাউন্সিলর, পুরুলিয়া বিধানসভার জোট প্রার্থী এবং বহু সাধারণ কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৷

আরও পড়ুন : জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ

এদিন পুরুলিয়া শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক ৷ উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি-সহ দলের অন্য জেলা নেতারা ৷ শনিবারের যোগদান কর্মসূচি ঘিরে কার্যত উৎসব মঞ্চে পরিণত হয় তৃণমূলের কার্যালয় চত্বর ৷

মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, তাতে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর আস্থা রেখে তৃণমূলে যোগদান করছেন ৷ পরে আরও অনেকে যোগদান করবেন ৷’’

আরও পড়ুন : জন বারলার বক্তব্যকে হাতিয়ার করে কোচবিহারে জমি ফেরত পেতে মরিয়া তৃণমূল

তৃণমূলে যোগদানের পর পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অজিত বাউরি বলেন, ‘‘বিজেপিতে সাধারণ মানুষকে জায়গা দেওয়া হয় না ৷ বিজেপি দলে আদর্শ শেষ হয়ে গিয়েছে ৷ পুঁজিপতি ও জমিদারদের হাতে দলকে তুলে দেওয়া হচ্ছে ৷ তাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.