ETV Bharat / state

Karam Puja Holiday: করম উৎসবে পূর্ণ দিবস ছুটির দাবিতে পথ অবরোধ পুরুলিয়ায়

author img

By

Published : Sep 3, 2022, 9:56 AM IST

আগামী 6 সেপ্টেম্বর জঙ্গলমহলের ঐতিহ্যবাহী উৎসব করম পুজো (Karam Puja) ৷ সেই উপলক্ষ্যে পূর্ণদিবস সরকারি ছুটির দাবিতে পথে নামল আদিবাসী কুড়মি সমাজ (Tribal Community) ৷

Bandh in Purulia demanding a full holiday on the occasion of Karam Puja
Karam Puja Holiday

পুরুলিয়া, 3 সেপ্টেম্বর: আগামী 6 সেপ্টেম্বর জঙ্গলমহলের ঐতিহ্যবাহী উৎসব করম পুজো ৷ এবার সেই উপলক্ষে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবিতে আজ জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জুড়ে পথে নামল আদিবাসী কুড়মি সমাজ (Tribal Community of JangalMahal) ।

জেলা জুড়ে পথ অবরোধ করেন আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মীরা ৷ অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে পুরুলিয়ার জনজীবন । সকাল 6 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত 12 ঘণ্টা পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে (Bandh in Purulia) ।

করম উৎসবে পূর্ণ ছুটির দাবিতে পথ অবরোধ পুরুলিয়ায়

আরও পড়ুন: করম উৎসবে পূর্ণদিবস ছুটির দাবিতে বনধের ডাক আদিবাসী সম্প্রদায়ের

উল্লেখ্য, করম পুজো উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে জঙ্গলমহলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ । সম্প্রতি রাজ‍্য সরকারের পক্ষ থেকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলেও, তা মানতে নারাজ আদিবাসী কুড়মি সমাজ থেকে শুরু করে পুরুলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ । তাই সরকারিভাবে পূর্ণ দিবস ছুটির দাবিতে আজ শনিবার জঙ্গলমহলের চার জেলায় 12 ঘণ্টা পথ অবরোধের (12 Hours Bandh) ডাক দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.