ETV Bharat / state

Purulia Accident: লরির সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

author img

By

Published : Jan 4, 2023, 10:21 PM IST

Etv Bharat
পুরুলিয়ায় পথ দুর্ঘটনা

লরির ধাক্কায় প্রাণ গেল দুই বাইক আরোহী যুবকের (Purulia Accident) ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হুড়া থানা এলাকার হুড়া-কাশীপুর জাতীয় সড়কে ৷

পুরুলিয়া, 4 জানুয়ারি: পথ দুর্ঘটনার জেরে প্রাণ গেল দুই যুবকের (2 Died in a Road Accident in Purulia) ৷ বুধবার বিকেলে পুরুলিয়া জেলার হুড়া থানা এলাকার পালগাঁ গ্রামের অদূরে জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয় দু'জনের । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ রাজোয়াড় (19) ও মহাদেব রাজোয়াড় (20) । এর মধ্যে বিশ্বজিতের বাড়ি হুড়া থানার মধুবন এলাকায় ও মহাদেবের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার সুরুলিয়া গ্রামে ।

ধান বোঝাই একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় হুড়া কাশীপুর রোডে ৷ তাতেই দুই যুবক গুরুতরভাবে জখম হয় ৷ তবে দুর্ঘটনার পরপর ঘটনাস্থলেই দুই যুবক মারা যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । যদিও পরে ওই দুই যুবককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা স্থানীয় হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন । পুলিশ বাইকটিকে আটক করেছে ।

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 3

এই বিষয়ে পুরুলিয়া জেলার ডিএসপি (ডিইবি) সমীর অধিকারী বলেন, "আমরা পথ দুর্ঘটনা রুখতে নিরন্তর প্রচার অভিযান চালাচ্ছি ৷ বেপরোয়াভাবে গাড়ি চালাতে নিষেধ করছি ৷ তবু অনেকে তাতে কর্ণপাত করছেন না ৷"

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের অদূরে একটি ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় সপ্তম শ্রেণির ছাত্র ৷ দিন দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা । এমনকি প্রশাসনের নিরন্তর প্রচার সেফ ড্রাইভ সেভ লাইভ-সহ হেলমেট পরে বাইক চালানো এবং হেলমেট পরে বাইক না চালানোর জন্য জরিমানা করলেও কোনওভাবেই যেন অনবরত ঘটে চলা পথ দুর্ঘটনায় লাগাম টানা সম্ভব হচ্ছে না । এর জন্য সকলকে সচেতন হওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন : লরির ধাক্কায় মৃত্যু দম্পতির, আহত একমাত্র ছেলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.