ETV Bharat / state

Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক

author img

By

Published : Mar 25, 2022, 9:29 PM IST

Child Kidnap Case
শিশুপুত্রকে অপহরণ করে গ্রেফতার যুবক

11 মাসের শিশুপুত্রকে অপহরণ করে গ্রেফতার যুবক(Child Kidnap Case) ৷ ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার কয়ালচক এলাকায়।

চণ্ডীপুর, 25 মার্চ : সিনেমার কায়দায় শিশুপুত্রকে অপহরণ করে মুক্তিপণ চাইতে গিয়ে গ্রেফতার যুবক ( Child Kidnap Case ) ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার কয়ালচক এলাকার । জানা যায়, এলাকার বাসিন্দা সাহেদা বিবির 11 মাসের শিশুপুত্র বাড়িতে একা খেলা করছিল । মায়ের ব্যস্ততার সুযোগ নিয়ে শেখ সেরাজুল (সুবল) নামে স্থানীয় যুবক শিশুটিকে নিয়ে পালায় ৷ বাইকের সামনে গামছায় শিশুটিকে বেঁধে চম্পট দেয় সে ৷

এরপর বাচ্চাটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । অনেক খুঁজেও শিশুটি না মেলায় চণ্ডীপুর থানার দ্বারস্থ হয় পরিবারটি । এরই মাঝে শিশুটির মাকে ফোন করে সেরাজুল ৷ 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে ৷ একেবারে ফিল্মি কায়দায় টাকা নিয়ে অপহৃত শিশুর পরিবারের একজনকে নন্দকুমার থানার 116 বি জাতীয় সড়কের শীতলপুর এলাকায় ডাকে । চণ্ডীপুর থানা থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে ।

আরও পড়ুন : নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে করে মহিলাকে অপহরণের চেষ্টা

তবে পুলিশ ও স্থানীয়দের তাড়ায় বেশিদূর যেতে পারেনি যুবক ৷ বাইকের সামনে শিশুটিকে গামছায় বেঁধে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে পালানোর চেষ্টা করে । সেইসময় প্রতিবেশি কয়েকজন যুবকটিকে দেখে ফেলেন ৷ শেষমেশ স্থানীয়দের চেষ্টায় তমলুক থানার নিমতৌড়ি এলাকা সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ । বাচ্চাটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় ৷ ওই যুবককে পাকড়াও করার পাশাপাশি বাইকটি বাজেয়াপ্ত করে নন্দকুমার থানার পুলিশ । শিশু অপহরণের দায়ে অভিযুক্তকে আজই চণ্ডীপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.