Tajpur Port : গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু রাজ্যের, খুশির হাওয়া তাজপুরে

author img

By

Published : Oct 21, 2021, 10:00 PM IST

west bengal government start procedure to build tajpur deep sea port

তাজপুরে তৈরি হতে চলেছে গভীর সমুদ্র বন্দর৷ ইতিমধ্যে রাজ্য সরকার গ্লোবাল টেন্ডারও ডেকেছে । আগামী 20 ডিসেম্বর মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ বন্দর তৈরিতে বরাদ্দ হয়েছে 16 হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে । এই বন্দর তৈরি হওয়ার পর 10 হাজারের বেশি মানুষদের কর্মসংস্থান হবে ।

তাজপুর, 21 অক্টোবর : এক হাজার একর জমির উপর গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা এলাকার তাজপুরে ৷ ইতিমধ্যে রাজ্য সরকার জমির চিহ্নিতকরণের কাজ শুরু করেছে । বন্দর তৈরি করার জন্য রাজ্য সরকার গ্লোবাল টেন্ডারও ডেকেছে । আগামী 20 ডিসেম্বর মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম ।

এই গভীর সমুদ্র বন্দরের জন্য মোট 16 হাজার কোটি টাকার বরাদ্দ করা হয়েছে । প্রথম পর্যায়ে 10 হাজার কোটি টাকা ও দ্বিতীয় পর্যায়ের জন্য ছয় হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে । 350 মিটার প্রস্থ ও 16 মিটার নব্যতা থাকায় তাজপুর গভীর সমুদ্র বন্দর হিসেবে কাজ করতে পারে । এই বন্দর তৈরি হওয়ার পর 10 হাজারের বেশি মানুষদের কর্মসংস্থান হবে ।

আরও পড়ুন : তাজপুর বন্দর সাইডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

তাজপুর বন্দর তৈরির জন্য 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন । এমনকি তাজপুর বন্দরের সাইডের উদ্বোধন তিনি করেছিলেন । তখনই ঠিক করেছিলেন রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে এই বন্দর তৈরি করতে । তাই রাজ্য সরকারের পক্ষ থেকে নিজেদের অধিকাংশ শেয়ারও কেন্দ্রকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় । রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দীর্ঘ টালবাহানা করে অনুমতি দেওয়া নিয়ে ৷ তারপর 2020-র শেষের দিকে অনুমোদন দেয় কেন্দ্র । কিন্তু এই গভীর সমুদ্র বন্দর রাজ্য নিজেই তৈরি করার সিদ্ধান্ত নেয় ।

গভীর সমুদ্র বন্দর তৈরি হলে তাজপুরে সরাসরি বড় বড় জাহাজ ঢুকতে পারবে । তাই পরিবহণের জন্য রাজ্য সরকার নিকটতম জাতীয় সড়ক ও রেলপথে যোগাযোগের ব্যবস্থা করবে এমনটাই জানা গিয়েছে । তাতে পরিবহণের আর কোনও হয়রানি থাকবে না, টাকাও বাঁচবে বলে রাজ্যের দাবি ৷

আরও পড়ুন : মেদিনীপুরের মন পেতে তাজপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে কলকাতা ও হলদিয়া বন্দর নাব্যতার সমস্যায় ভুগছে ৷ তাই বড় জাহাজগুলো ঢুকতে সমস্যা হয় । তাই তাজপুর বন্দর প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে পূর্ব মেদিনীপুরের চেহারাই বদলে যাবে বলে মনে করছেন অনেকে । তাই এলাকার বাসিন্দাদের দাবি, শিগগিরই এখানে তাজপুর বন্দর তৈরি হোক । এমনকি যদি জমি দিতে হয়, তাহলে তাঁরা জমি দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তাঁরা ।

এই বন্দর তৈরি হওয়া নিয়ে স্থানীয় বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক বলেন, ‘‘এক হাজার একরের উপর বন্দর তৈরি হবে না । কারণ, আনুষঙ্গিক শিল্প বা কল-কারখানা রয়েছে, যারা মাল ওঠানামা করাবে । আর এই 16 হাজার কোটি টাকায় বন্দর হওয়া সম্ভব নয় । পাশেই রয়েছে শঙ্করপুর মৎস্য বন্দর ৷ সেখানে রাজ্য সরকার ড্রেজিং করতে পারছে না । দীর্ঘ 11 বছর ধরে যেখানে মৎস্যজীবীদের দুর্ঘটনায় পড়তে হচ্ছে ।’’

গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু রাজ্যের, খুশির হাওয়া তাজপুরে

আরও পড়ুন : তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাঁর অভিযোগ, আসলে স্থানীয় মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার । কিছুদিন আগে একটা পাথর পোঁতা হয়েছে, আর কিছু কাজ হবে তারপরে আবার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ।

যদিও বিরোধীদের এই সব কথায় কান দিতে নারাজ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্য সরকার একাই ওখানে গভীর সমুদ্র বন্দর তৈরি করতে চলেছে । বন্দর তৈরি হলে হাজার হাজার লোকের ওখানে কর্মসংস্থান হবে । রাজ্য সরকার ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে । এবং এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত রয়েছেন । বিরোধীরা খামাখাই বিরোধিতা করছে ৷ এতে কোনও লাভ হবে না ।’’

আরও পড়ুন : তাজপুর সমুদ্র বন্দর তৈরি নিয়ে দড়ি টানাটানি বিজেপি-তৃণমূলের

তাজপুরের স্থানীয় এক হোটেল ব্যবসায়ী শান্তনু সাহা বলেন, ‘‘এখানে বন্দর হলে হোটেল মালিক থেকে সকল ব্যবসায়ীরা লাভবান হবে । আমরাও চাই এখানে বন্দর হোক ।’’ স্থানীয় বাসিন্দা জয়দেব বেরা বলেন, ‘‘শুনেছি এখানে জাহাজ বন্দর হবে । যদি এখানে জাহাজ বন্দর হয়, তাহলে এলাকার চিত্রটাই পাল্টে যাবে । আমরা চাই খুব তাড়াতাড়ি এখানে বন্দর তৈরি হোক । বন্দর তৈরি হলে এলাকাবাসীরা কাজ পাবে ৷ আর যদি বন্দর করতে জমি লাগে তাহলে আমরা জমি দিতে প্রস্তুত রয়েছি ।’’

স্থানীয় বাসিন্দা গোপাল বেরা বলেন, ‘‘শুনছি এখানে বন্দর হবে । যদি বন্দর হয় খুব খুশির খবর । আর বন্দর হলে আমরা এখানে কাজ পাব । আমরা চাই তাড়াতাড়ি যেন এই বন্দরের কাজ শুরু হয় । এবার দেখার বিষয় রাজ্য সরকার কত দিনের মধ্যে এই বন্দর তৈরি করতে পারে ।’’

আরও পড়ুন : তাজপুর সহ একাধিক এলাকায় সমুদ্রবাঁধ নির্মাণের কাজ শুরু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.