ETV Bharat / state

Suvendu Adhikari Criticises WB Govt: শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা শুভেন্দু অধিকারীর

author img

By

Published : Sep 5, 2022, 5:18 PM IST

Suvendu Adhikari
ETV Bharat

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সোমবার কড়া সমালোচনা করলেন বিরোধাী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of opposition Suvendu Adhikari) ৷ এদিন রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন শুভেন্দু (Suvendu Adhikari slams CM Mamata Banerjee) ৷

কাঁথি, 5 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সোমবার কাঁথি জনমঙ্গল সমিতিতে বিজেপি'র কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয় ৷ সেই অনুষ্ঠান শেষে রাজ্যের সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises WB Govt) ৷ বলেন, "চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম স্কুল সিলেবাসে রাখা হয়েছে ৷"

পাশাপাশি তাঁর আরও কটাক্ষ,"শিক্ষাক্ষেত্র থেকেও কাটমানি নেওয়া হচ্ছে ৷ ওই টাকা কেন্দ্র সরকার পাঠায় ৷ এটা আমাদের লজ্জা ৷ কাটমানির কারণেই রাজ্য সরকার যে স্কুল ব্যাগ দেয় তা 6 মাসের বেশি যায় না ৷ স্কুল ড্রেসের মানও খুবই নিম্নমানের । জুতোও পায়ে হয় না ৷ শিক্ষক দিবসের দিন আজ চাকরি প্রার্থীরা রাস্তায়, তাদের আন্দোলনকে সমর্থন জানাই ।"

আরও পড়ুন: মানুষ খারাপ হয় সঙ্গদোষ ও অবসাদে, নাম না করে পার্থ প্রসঙ্গে মমতা

শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা শুভেন্দু অধিকারীর

রাজ্যে চাকরি ও নিয়োগ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams CM Mamata Banerjee) ৷ বলেন,"তৃণমূল সরকার আর চাকরি দিতে পারবে না । রাজ্যের টাকা নেই । এবছর পুজোয় উনি 260 কোটি টাকা দিচ্ছেন ৷ তাই হাজার কোটি টাকার মদ খাইয়ে সেই টাকা তুলবেন ৷ মা-বোনেরা সতর্ক থাকুন । কারণ এভাবে মদ বিক্রি করলে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের ।"

আরও পড়ুন: সরকার চালাতে গেলে দুর্নীতি হয়, বোঝাতে বুদ্ধর প্রসঙ্গ টানলেন মমতা

এদিন সিবিআই ও ইডি'র প্রশংসা করে শুভেন্দু অধিকারী বলেন, "সিবিআই ও ইডি ভালো কাজ করছে । তাই গরু পাচার অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে । বিএসএফের চেকপোস্ট করার জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার । তাই কোনও চেকপোস্ট করতে পারছে না বিএসএফ । আমি বিএসএফ আধিকারিকের কাছে চিঠি লিখেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.