ETV Bharat / state

দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুতে বাস ভাঙচুর; হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ

author img

By

Published : Mar 5, 2020, 7:38 PM IST

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরীর । ঘাতক বাসটিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ।

Spot death of a HS candidate due to Road accident in Purba Medinipur
পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

মহিষাদল, ৫ মার্চ : স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর । নাম বনশ্রী রাউল (17) । বাড়ি মহিষাদলের ডিহি মাসুড়িয়া গ্রামে । এরপর বাসটিতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ৷ হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । পরে ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয় ।

আজ লক্ষ্যা হাইস্কুলের ক্লাস টুয়েল্ভের ছাত্রী বনশ্রী রাউল স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিয়ে সাইকেলে বাড়ি ফিরছিল ৷ সেই সময় হলদিয়া থেকে চন্দ্রকোনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছাত্রীকে ধাক্কা মারে । সে সাইকেল থেকে পড়ে গেলে তাকে পিষে চলে যায় বাসটি । এরপর বাসটি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের জেরে প্রায় আধঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক । পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । পরে মহিষাদল থানা থেকে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । বাসটিকে আটক করা হয় ৷

পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি বলেন, "স্কুলে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য বনশ্রী আজ এসেছিল । বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.