ETV Bharat / state

ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রবীণের, বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Jan 12, 2020, 1:56 AM IST

Updated : Jan 12, 2020, 2:15 AM IST

ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী আবদুল মজিদের । তার সঙ্গে গুরতর জখম হয় আরও এক আরোহী । ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । যান চলাচল বন্ধ হয়ে যায় 41 নম্বর জাতীয় সড়কে । প্রায় ঘণ্টা দুয়েক পরে যান চলাচল স্বাভাবিক হয় ।

road accident in mohisadal
ট্রাকের ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র মহিষাদল

মহিষাদল, 12 জানুয়ারি : বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেইসময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক প্রবীণের । নাম আবদুল মজিদ(65) । তাঁর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে মহিষাদলের কাপাসবেড়া এলাকা । উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় । ট্র্যাফিক সিগন্যালের ঘরেও ভাঙচুর চালানো হয় । ঘটনার জেরে মেচেদা ও হলদিয়া সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে মহিষাদল থানার পুলিশ । নামানো হয় RAF-ও ।

স্থানীয়সূত্রে জানা যায়, শেখ আবদুল মজিদ (65) ও সিরাজুল খান (40) একই বাইকে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় উলটো দিক থেকে একটি ট্রাক এসে তাঁদের বাইকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাইক চালকের আসনে থাকা আবদুল মজিদের । গুরতর জখম হন অপর বাইক আরোহী সিরাজুল । তাঁকে উদ্ধার মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করে স্থানীয়রা ।

এই ঘটনার প্রতিবাদে 41 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ভাঙচুর করা হয় কয়েকটি গাড়িতে । ট্র্যাফিক সিগন্যালিং সিস্টেমের ঘরেও ভাঙচুর চালানো হয় । ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF-ও । প্রায় ঘণ্টা দুয়েক পরে স্বাভাবিক হয় যান চলাচল ।

স্থানীয় বাসিন্দা শেখ মুস্তফা জানান, জাতীয় সড়কের ধারে প্রায়ই ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে থাকে । ফলে অন্যান্য গাড়ি চলাচলে অসুবিধা হয় । পুলিশি নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে ।

এ বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানান, CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ট্রাকটিকে ধরার চেষ্টা করা হচ্ছে । দুর্ঘটনায় মৃতদেহ হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সেইসঙ্গে আহত সিরাজুলকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে ।

Intro:মহিষাদল,১১ জানুয়ারি: ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু কে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মহিষাদলের কাপাসবেড়‍্যা এলাকা এলাকা। উত্তেজিত জনতা ট্রাফিক সিগন্যাল রুম সহ ভাঙচুর চালায় মেঠ পাঁচটি গাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে প্রায় দু'ঘণ্টা ধরে বন্ধ মেচেদা হলদিয়া 41 নম্বর জাতীয় সড়ক। বর্তমানে মহিষাদল থানার বিশাল পুলিশ ও র‍্যফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।Body:স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,
সেখ আব্দুল মজিদ( ৬৫)ও সিরাজুল খান (৪০) দুই প্রতিবেশী একটি বাইকে করে nh -41 এর বিপরীতগামী রাস্তা ধরে বাইক চালিয়ে মহিষাদলের কাঞ্চনপুরে বাড়ি ফিরছিলেন। সে সময় একটি দ্রুতগতির হলদিয়া গামী ট্রাক দুই বাইক আরোহী কে ধাক্কা মেরে ঘটনাস্থান থেকে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মজিদের ।গুরতর জখম অবস্থায় সিরাজুল কে উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানীয়রা।এরপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি এমন পর্যায়ে যায় জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতার ভাঙচুর চালায় ট্রাফিক সিগনালিং সিস্টেম রুমে। পরে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র‍্যফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা শেখ মুস্তফা অভিযোগ করে বলেন, জাতীয় সড়কের পাশেই রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে থাকে ট্রাক। ফলে রাস্তা ছোট হয়ে যাওয়ার কারণে ফুটপাত দিয়ে না গিয়ে বাধ্য হয়েই বাইক নিয়ে রোডের উপর উঠে আসতে বাধ্য হয়েছিল চালক। আর তাই দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক চালকের। পুলিশের নজরদারির অভাবেই বেআইনিভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার ট্রাকের কারণেই এই দুর্ঘটনা।Conclusion:এ বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক ট্রাকটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত ব্যক্তি কে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
Last Updated : Jan 12, 2020, 2:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.