ETV Bharat / state

BJP-র পিছনে পুলিশ লাগালে আইনের সমস্যা হবে : দিলীপ

author img

By

Published : Jun 28, 2020, 5:58 AM IST

গত শুক্রবার বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জি পূর্ব মেদিনীপুরে ঢোকার সময় কোলাঘাটের কাছে পুলিশ পথ আটকায় । তারই পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি ।

Dilip Ghosh
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ

BJP-র পিছনেপুলিশ লাগালে আইনের সমস্যা হবে : দিলীপ

এগরা, 28 জুন : পুলিশকে BJP-র পিছনে না লাগিয়ে যারা চুরি ডাকাতিকরছে , মানুষেরসম্পদ চুরি করছে তাঁদের পিছনে পুলিশ লাগান । তাহলে মানুষ শান্ত হবে । তা না হলেআইন-শৃঙ্খলায় সমস্যা তৈরি হবে । গতকাল গৃহ সম্পর্ক কর্মসূচিতে বেরিয়ে সাংবাদিকদেরমুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ ।এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১নং ব্লকের নেগুয়াতে গৃহ সম্পর্ক কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে বিলি করলেন তিনি ।

BJP- ররাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শুধু এই জেলাতে নয় , BJP কর্মীদের আক্রান্তের খবর সারা রাজ্যেই। আসলে যত নির্বাচন এগিয়ে আসছে, তৃণমূল নিজেদের দুর্বলতা টের পাচ্ছে । তাই পুলিশ দিয়ে BJP-কে আটকানোর চেষ্টা করা হচ্ছে । রাজ্যেকোন গণতান্ত্রিক পরিবেশ নেই । গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করছি । আরওরা আমাদের পথ আটকাচ্ছে ।"

অন্যদিকেঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ নিয়ে তিনি বলেন,"ঘূর্ণিঝড়েযারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে না । তৃণমূলের নেতারা লুটেপুটে খাচ্ছে। এই নিয়ে বহু তৃণমূল নেতাদের সাসপেন্ড করা হয়েছে । তাও চুরি বন্ধ হচ্ছে না ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিলেও চুরি বন্ধ হয়নি । তাঁরা কারও কথাকেউ শুনছে না । স্বাভাবিকভাবে ওরা বুঝে গেছে ওরা আর থাকবে না । যতদিন আছে লুটেপুটেখাচ্ছে ।"

সাংসদদিলীপ ঘোষ আরও জানান, গতবুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে BJP-র বিক্ষোভ কর্মসূচি ছিল । বিক্ষোভকর্মসূচি শেষ করে ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র কর্মীদের ওপর হামলা চালিয়ে ছিল বলেঅভিযোগ করেন তিনি । বেশ কিছু BJP কর্মী সমর্থক গুরুতর আহত হন ।

তারই প্রতিবাদে গত শুক্রবার BJP-র তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্তনেওয়া হয় । কাঁথি-মেচেদা বাইপাস থেকে মিছিল করে জেলার অতিরিক্ত পুলিশ সুপারেরকাছে বিক্ষোভ কর্মসূচি ছিল । সেই মতো মিছিলে অংশ নেওয়ার জন্য BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ও সুমন ব্যানার্জিপূর্ব মেদিনীপুরে ঢোকার সময় কোলাঘাটের কাছে পুলিশ পথ আটকায় । তারপর BJP-র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাঁথির মেচেদা বাইপাসে জড়োহতেই, পুলিশ চারজনকে আটক করেছিল । তারপর BJP-র সাংসদ ডাক্তার সুভাষ সরকার এলে আবার কাঁথির মেচেদাবাইপাস থেকে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । তারইপরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.