ETV Bharat / state

Road Accident in East Midnapore: নন্দকুমারে ডাম্পারের ধাক্কায় বৃদ্ধা এবং তাঁর নাতনির মৃত্যু

author img

By

Published : Nov 9, 2022, 9:30 AM IST

Updated : Nov 9, 2022, 5:58 PM IST

old-lady-and-her-grand-daughter-died-in-road-accident-in-east-medinipur
old-lady-and-her-grand-daughter-died-in-road-accident-in-east-medinipur

পথ দুর্ঘটনায় এক বৃদ্ধা এবং তাঁর নাতনির মৃত্যু (Old Lady and Her Grand Daughter Died) পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা (Road Accident in East Midnapore) ৷ মঙ্গলবার রাতে দিঘার ইস্কন মন্দিরে রাস পূর্ণিমার অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারে ৷

নন্দকুমার (পূর্ব মেদিনীপুর), 9 নভেম্বর: ডাম্পারের ধাক্কায় এক বৃদ্ধা এবং তাঁর নাতনির মৃত্যু (Old Lady and Her Grand Daughter Died) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমারের অলঙ্কারপুরের কাছে 116বি জাতীয় সড়কে (Road Accident in East Midnapore) ৷ গতকাল রাতে অলঙ্কারপুরের বাসিন্দা নীরদা প্রামাণিক (66) তাঁর 10 বছরের নাতনি শ্রেয়সী প্রামাণিককে নিয়ে দিঘা ইস্কন মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে গিয়েছিলেন ৷ সেখান থেকে স্থানীয় বাসিন্দা রবীন্দ্র নায়কের বাইকে করে বাড়ি ফেরার সময় এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় অলঙ্কারপুর বাসস্ট্যান্ডের কাছে রবীন্দ্র নায়েক তাঁর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে তিনি রাস্তার বাঁ দিকে পড়ে যান ৷ আর নীরদা প্রামাণিক এবং তাঁর নাতনি জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন ৷ সেই সময় পিছন থেকে রামনগরের দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের উপর দিয়ে চলে যায় ৷ স্থানীয় লোকজন দ্রুত সেখান থেকে তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন: দত্তপুকুর বাজারে 35 নম্বর জাতীয় সড়কে দু’টি গাড়ি মুখোমুখি সংঘর্ষ, আহত 5

খবর পেয়ে পুলিশ নীরদা প্রামাণিক এবং তাঁর নাতনি শ্রেয়সী প্রামাণিকের দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় ৷ অন্যদিকে, ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ ৷ তবে, ডাম্পারের চালক ও খালাসি পলাতক ৷ পাশাপাশি, যে বাইকে করে নীরদা প্রামাণিক এবং তাঁর নাতনি যাচ্ছিলেন, সেই বাইকের চালক রবীন্দ্র নায়েককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কীভাবে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন, সেটাই জানতে চাইছে পুলিশ ৷

Last Updated :Nov 9, 2022, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.