ETV Bharat / state

Contai Municipality : কাঁথির উন্নয়নের দায়িত্বে এবার অন্য ‘অধিকারী’

author img

By

Published : Aug 17, 2021, 7:16 PM IST

new administrator appointed at contai municipality
Contai Municipality : কাঁথির উন্নয়নের দায়িত্বে এবার অন্য ‘অধিকারী’

কাঁথি পৌরসভার নতুন প্রশাসক হরিসাধন দাশ অধিকারী ৷ তিনি এক সময় কাঁথির শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন ৷

কাঁথি, 17 অগস্ট : পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার প্রশাসক পদে রদবদল করা হল ৷ মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী কাঁথির উন্নয়নের ভার এবার নতুন এক অধিকারীর হাতে দেওয়া হল ৷ তাঁর নাম হরিসাধন দাশ অধিকারী ৷ তিনি এক সময় কাঁথির শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায় ৷

নতুন এই দায়িত্ব পাওয়ার পর হরিসাধন দাশ অধিকারী বলেন, ‘‘কাঁথি পৌরসভায় সঠিক ভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাব ৷’’ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যোগ্য মনে করেছেন, তাই এই দায়িত্ব দিয়েছেন ৷

আরও পড়ুন : Lakshmi Bhandar Form: ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, বিক্ষোভ কাঁথিতে

প্রসঙ্গত, কাঁথি পৌরসভা দীর্ঘদিন অধিকারীদের দখলে ছিল ৷ সেখানে শান্তিকুঞ্জের কেউ না কেউ চেয়ারম্যান হয়েছেন ৷ সেখানকার সর্বশেষ চেয়ারম্যান শিশির-পুত্র সৌমেন্দু অধিকারী ৷ পরে তাঁকেই সেখানকার প্রশাসক করা হয় ৷ কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর সৌমেন্দুকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ পরে সৌমেন্দুও বিজেপিতে যোগদান করেন ৷

এদিন শুধু প্রশাসক পদেই বদল করা হয়নি ৷ কাঁথি পৌরসভার প্রশাসকমণ্ডলীতেও রদবদল করা হয়েছে ৷ সেই রদবদলে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে ও জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, প্রাক্তন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন এবং কাঁথি পৌরসভা প্রশাসক সিদ্ধার্থ মাইতি । এই নিয়ে সিদ্ধার্থ মাইতি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷

আরও পড়ুন : TMC-BJP Tension : ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে উত্তেজনা, অস্বীকার শুভেন্দু-সৌমেনের

অন্যদিকে কাঁথি ছাড়া পূর্ব মেদিনীপুরের তমলুক ও এগরা পৌরসভার প্রশাসকমণ্ডলীতে রদবদল করা হয়েছে । এগরা পৌরসভার প্রশাসকমণ্ডলীতে আনা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান তপনকান্তি করকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.