ETV Bharat / state

পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী-শ্বাশুড়ি

author img

By

Published : Aug 26, 2020, 7:46 PM IST

বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে মণীষার উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা ৷ পণ বাবদ 50 হাজার টাকা ও আসবাবপত্রও বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য তাঁর উপর চাপ দিত শাশুড়ি ও তার স্বামী ৷

পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর

এগরা, 26 অগাস্ট : পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে ৷ গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি ৷ পূর্ব মেদিনীপুরের এগরা থানার বাসুদেবপুর গ্রামের ঘটনা । মৃতার নাম মণীষা প্রমাণিক ৷

এগরার ভবানিচক স্কুলে ক্লাস ইলেভেনে ছাত্রী ছিল মণীষা ৷ এগরা থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা সায়ন জানার সঙ্গে আজ থেকে তিন মাস আগে পালিয়ে বিয়ে করে সে । কিছু দিন আগে জানা যায় একমাসের অন্তঃসত্ত্বা ছিল সে ৷ অভিযোগ,অথচ বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে মণীষার উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা ৷ পণ বাবদ 50 হাজার টাকা ও আসবাবপত্রও বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করাত শাশুড়ি ও তার স্বামী ৷ অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মারধর করার অভিযোগ তার শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে ৷ এরপরই গতকাল শ্বশুরবাড়ি থেকে মণীষার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থানে যায় মণীষার বাবা নির্মল প্রামাণিক ৷ সেই সঙ্গে পৌঁছায় এগরা থানার পুলিশ ৷ যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি মণীষা আত্মহত্যা করেছে ৷

এরপরই গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পণের দাবিতে খুনের অভিযোগ দায়ের করে মণীষার বাপের বাড়ির লোকেরা ৷ অভিযোগের ভিত্তিতে সেই রাতেই মণীষার স্বামী ও শাশুড়িকে আটক করে পুলিশ ৷ জেরায় অসঙ্গতি থাকায় কাল রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় ৷ আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় বিচারক ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.