Suvendu Adhikari-Kunal Ghosh : পিছুটান নেই, বললেন শুভেন্দু ; কটাক্ষ কুণালের

author img

By

Published : Sep 6, 2021, 8:11 AM IST

Updated : Sep 6, 2021, 9:27 AM IST

মমতাকে কটাক্ষ শুভেন্দুর

তমলুকের একটি সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, তাঁর কোনও পিছুটান নেই ৷ শুভেন্দু এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও (Mamata Banerjee) কটাক্ষ করেন ৷ শুভেন্দুর পিছুটান না থাকার মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে কটাক্ষে করেন বিরোধী দলনেতাকে ৷

কাঁথি, 6 সেপ্টেম্বর : তমলুকের একটি সভা থেকে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷ কলকাতায় একটি পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর মুখের আদলে প্রতিমা তৈরি হওয়া নিয়ে তাঁর সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari) ৷ এটা মুখ্যমন্ত্রী অহংকারের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি ৷ সেই সঙ্গে শুভেন্দু স্পষ্ট জানান, তাঁকে ভয় দেখিয়ে লাভ নেই ৷ কারণ তার কোনও পিছুটান নেই ৷ শুভেন্দুর এমন মন্তব্যের পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁকে টুইটারে কটাক্ষ করেন ৷

তমলুক সাংগঠনিক জেলার টিচার্স সেলের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের তমলুক পদুমবসান এলাকায় একটি গেস্ট হাউসে শিক্ষক দিবস উদযাপন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতাকে আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন, "আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ৷ আমার বাবা-মা ছাড়া কোনও পিছুটান নেই ৷ আমি ভয় পাই না ৷ বাবা-মাকে ভাল রাখার দায়িত্ব আমার । আমার চাওয়া-পাওয়ার কিছু নেই । কলকাতার এক পুজো মণ্ডপে দুর্গা মূর্তির বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসিয়ে দুর্গা মাকে অপমান করা হয়েছে । ওই মূর্তি সরিয়ে যদি দুর্গা মায়ের মূর্তি বসান, তাহলে বুঝব আপনি প্রকৃত দেবীর আরাধনা করেন । না হলে বুঝব আপনার অহংকার, আপনার দ্বম্ভ আপনাকে গ্রাস করেছে, যা বেশিদিন টিকবে না ।"

পাশাপাশি বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর মন্ত্রপাঠ নিয়েও তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর দাবি মমতা সরস্বতী মন্ত্র, চণ্ডী মন্ত্র ভুল পাঠ করেন ৷ শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী নিজে যদি সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন ! তাহলে তিনি শিশুদের কী শিক্ষা দেবেন ?"

মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় মন্ত্র ভুল উচ্চারণ করেন বলে অভিযোগ করেন শুভেন্দু ৷

এদিকে শুভেন্দুর পিছুটান নেই বলে মন্তব্যের পাল্টা খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ টুইটারে কুণাল লেখেন, "ওওও... শুভেন্দু পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো । সিবিআই, ইডি-র ভয়ে টিএমসি আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেফতারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি ! বাঘছাল পরা বিড়াল । একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল । ইডিতে যাবে । তাকে বাঘ বলে । কাল সিআইডিতে না গেলে বুঝব বিড়াল ৷" এদিন অর্থাৎ সোমবারই শুভেন্দুর নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিআইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে ৷ এদিন শুভেন্দুকে তা নিয়েও খোঁচা দিলেন কুণাল ৷

  • ওওও শুভেন্দু

    পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো।

    CBI, EDর ভয়ে TMC আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেপ্তারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি!

    বাঘছাল পরা বিড়াল।

    একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল। EDতে যাবে।
    তাকে বাঘ বলে।

    কাল CID তে না গেলে বুঝব বিড়াল

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল তমলুকে বিজেপির শিক্ষক সংগঠনের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল-সহ অন্যরাও । সেখানে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মালা দিয়ে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু ৷ তারপর শিক্ষকদের ফুলের তোড়া, উত্তরীয় এবং উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

আরও পড়ুন : Teachers' Day: শিক্ষক দিবসে সম্মানিত প্রেসিডেন্সি সংশোধনাগারের ছয় বন্দি

Last Updated :Sep 6, 2021, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.