ETV Bharat / state

Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

author img

By

Published : Nov 10, 2021, 4:17 PM IST

Updated : Nov 10, 2021, 6:03 PM IST

Kunal GHosh
"মমতা তোমায়, তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছে", নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

নন্দীগ্রামে শহিদ দিবসে শুভেন্দু-সহ অধিকারী পরিবারকে আক্রমণ কুণাল ঘোষের ৷

নন্দীগ্রাম, 10 নভেম্বর : নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে বুধবার শুভেন্দু অধিকারী-সহ গোটা অধিকারী পরিবারকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ এদিন গোকুলনগরের করপল্লিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে শহিদ স্মরণ অনুষ্ঠানে কুণাল শুভেন্দুর নাম করে বলেন, "তোমাকে, তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তোমায় সাংসদ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ যিনি জন্ম দেন, তিনি শুধু মা নন ৷"

এদিন শুভেন্দু সম্পর্কে গদ্দার, মীরজাফর প্রভৃতি বিশেষণও শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখে ৷ বলেছেন, "ও এখানকার রাস্তায় ল্যাজ নেড়ে বেড়ায় ৷ শুভেন্দু হঠাও নন্দীগ্রাম বাঁচাও, মীরজাফর হঠাও নন্দীগ্রাম বাঁচাও, গদ্দার হঠাও নন্দীগ্রাম বাঁচাও ৷" পাশাপাশি, নন্দীগ্রাম আন্দোলনের সময় শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীরা বিশ্বাসঘাতকতা করেছিলেন বলেও এদিন তোপ দেগেছেন কুণাল ৷ বলেছেন, "মমতাদি বারবার সাবধান করা সত্ত্বেও নন্দীগ্রামে হামলা হয়েছিল ৷ কিন্তু শিশির অধিকারী গোটা বিষয়টা গুজব বলে জানিয়েছিলেন ৷ এর মানে, হয় অধিকারীদের সঙ্গে এলাকার কোনও সম্পর্ক ছিল না, নয়ত ওরাই পিঠে ছুরি মেরেছে, সিপিএমকে আগে ঢুকিয়েছিল, এলাকা দখল করিয়েছিল, তারপর ধ্বংসস্তূপের উপর নেতা হতে এসেছে ৷ "

মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

আরও পড়ুুন : Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী বর্তমানে উগ্র হিন্দুত্বের রাজনীতি করছেন বলেও এদিন দাবি করেছেন কুণাল ৷ বলেছেন, "ও নন্দীগ্রামের মুসলমানদের অপমান করছে, তাঁদের জেহাদি বলছে ৷ কিন্তু এখানের আন্দোলনে হিন্দু, মুসলমান সবাই শহিদ হয়েছেন৷ তাই শুভেন্দু শহিদবেদীতে মালা দিতে এলে সবাইকে সম্মান জানাতে হবে ৷ বিভাজন করা চলবে না ৷ "

Last Updated :Nov 10, 2021, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.