IIT Kharagpur offering free course on blockchain: ডিজিটাল লেনদেন বোঝাতে ফ্রিতে ব্লকচেইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি

author img

By

Published : Dec 28, 2021, 3:10 PM IST

iit-kharagpur-offering-free-course-on-blockchain-technology-that-is-used-by-cryptocurrency

ক্রিপ্টোকারেন্সির (cryptocurrency) ব্যবহৃত অন্যতম ব্লকচেইন টেকনোলজি (blockchain technology) নিয়ে বিনামূল্যে অনলাইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি (IIT Kharagpur offering free course on blockchain)৷

খড়গপুর, 28 ডিসেম্বর: 4জি-র সঙ্গে সঙ্গে আসছে 5জি ৷ ডিজিটাল মুদ্রার লেনদেন শুরু হয়েছে দেশজুড়ে ৷ তাই এবার ক্রিপ্টোকারেন্সির (cryptocurrency) ব্যবহৃত অন্যতম ব্লকচেইন টেকনোলজির কোর্স করাতে উদ্যোগ নিল খড়গপুর আইআইটি (IIT Kharagpur offering free course on blockchain) ৷ এই কোর্স করানো হবে বিনামূল্যে এবং অনলাইনের মাধ্যমে ।

নতুন বছরেই সুখবর দিতে চলেছে খড়গপুর আইআইটি । সারা বিশ্বে এই মুহূর্তে যে সমস্ত প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, তার মধ্যে অন্যতম ব্লকচেইন টেকনোলজি (blockchain technology)। এই ধরনের প্রযুক্তি সাধারণত তথ্যের সুরক্ষিত আদান প্রদান ও ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি (চেইন বিজনেস)-র ক্ষেত্রে ব্যবহার করা হয় । ডিজিটাল যুগে তাই ব্লকচেইনের গুরুত্ব অপরিসীম । এবার পড়ুয়াদের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ । ব্লকচেইন টেকনোলজির উপর বিনামূল্যে 12 সপ্তাহের একটি কোর্স করানোর সিদ্ধান্ত নিল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান । এই কোর্স সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করানো হবে । জানা গিয়েছে, আগামী 24 জানুয়ারি 2022 থেকে এই কোর্স শুরু হবে ৷ চলবে 15 এপ্রিল পর্যন্ত ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই কোর্সের মাধ্যমে ব্লকচেইন টেকনোলজির বেসিক ডিজাইন ও বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহারের বিষয়গুলি পড়ানো হবে । এই কোর্সের মাধ্যমে ব্লকচেইন অ্যাপ্লিকেশন সেট-আপ করাও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো হবে পড়ুয়াদের । এই কাজের জন্য অনুমতিবিহীন জনপ্রিয় ব্লকচেইন প্ল্যাটফর্ম ইথারিয়াম (Ethereum) ব্যবহার করা হবে । এছাড়াও হাইপারলেজার (Hyperledger)-এর মতো একটি অনুমতি সাপেক্ষ ব্লকচেইন প্ল্যাটফর্মেও কাজ করা শেখানো হবে পড়ুয়াদের ।

আরও পড়ুন: China : ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিষিদ্ধ ঘোষণা করল চিন

এই কোর্সের জন্য কম্পিউটার সায়ান্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দু'জন অধ্যাপককে নিয়োগ করা হয়েছে আইআইটির তরফে । একজন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এবং অন্যজন অধ্যাপক শমিক সুরাল । এই কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য পড়ুয়াদের কম্পিউটারের ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক । বিশেষ করে যেমন - কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিওরিটির মতো বিষয় ।

যে সব পড়ুয়া এই কোর্স করতে ইচ্ছুক তাঁদের আগামী 31 জানুয়ারি 2022-এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে । এই কোর্সের জন্য কোনও ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে ৷ কিন্তু যে সব পড়ুয়া আইআইটি খড়গপুর ও ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহান্সড লার্নিং-এর (National Programme on Technology Enhanced Learning - NPTEL) লোগো সমেত ই-সার্টিফিকেট গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের 23 এপ্রিল 2022-এ একটি পরীক্ষায় বসতে হবে । এই পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে পড়ুয়াদের ।

আরও পড়ুন: Paytm: প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক করবে পেটিএম, বিস্তারিত জানতে জাস্ট একটা ক্লিক

যদিও প্রসঙ্গক্রমে বলা যায়, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয়ে কড়াকড়ি করেছেন ৷ তিনি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রীয় সরকার কড়া ভূমিকা পালন করবে, যাতে অবৈধ ভাবে দেশে কোনও লেনদেন না হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.