IIT Kharagpur offering free course on blockchain: ডিজিটাল লেনদেন বোঝাতে ফ্রিতে ব্লকচেইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি

IIT Kharagpur offering free course on blockchain: ডিজিটাল লেনদেন বোঝাতে ফ্রিতে ব্লকচেইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি
ক্রিপ্টোকারেন্সির (cryptocurrency) ব্যবহৃত অন্যতম ব্লকচেইন টেকনোলজি (blockchain technology) নিয়ে বিনামূল্যে অনলাইন কোর্স করাচ্ছে খড়গপুর আইআইটি (IIT Kharagpur offering free course on blockchain)৷
খড়গপুর, 28 ডিসেম্বর: 4জি-র সঙ্গে সঙ্গে আসছে 5জি ৷ ডিজিটাল মুদ্রার লেনদেন শুরু হয়েছে দেশজুড়ে ৷ তাই এবার ক্রিপ্টোকারেন্সির (cryptocurrency) ব্যবহৃত অন্যতম ব্লকচেইন টেকনোলজির কোর্স করাতে উদ্যোগ নিল খড়গপুর আইআইটি (IIT Kharagpur offering free course on blockchain) ৷ এই কোর্স করানো হবে বিনামূল্যে এবং অনলাইনের মাধ্যমে ।
নতুন বছরেই সুখবর দিতে চলেছে খড়গপুর আইআইটি । সারা বিশ্বে এই মুহূর্তে যে সমস্ত প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, তার মধ্যে অন্যতম ব্লকচেইন টেকনোলজি (blockchain technology)। এই ধরনের প্রযুক্তি সাধারণত তথ্যের সুরক্ষিত আদান প্রদান ও ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি (চেইন বিজনেস)-র ক্ষেত্রে ব্যবহার করা হয় । ডিজিটাল যুগে তাই ব্লকচেইনের গুরুত্ব অপরিসীম । এবার পড়ুয়াদের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ । ব্লকচেইন টেকনোলজির উপর বিনামূল্যে 12 সপ্তাহের একটি কোর্স করানোর সিদ্ধান্ত নিল দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান । এই কোর্স সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করানো হবে । জানা গিয়েছে, আগামী 24 জানুয়ারি 2022 থেকে এই কোর্স শুরু হবে ৷ চলবে 15 এপ্রিল পর্যন্ত ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই কোর্সের মাধ্যমে ব্লকচেইন টেকনোলজির বেসিক ডিজাইন ও বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহারের বিষয়গুলি পড়ানো হবে । এই কোর্সের মাধ্যমে ব্লকচেইন অ্যাপ্লিকেশন সেট-আপ করাও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানো হবে পড়ুয়াদের । এই কাজের জন্য অনুমতিবিহীন জনপ্রিয় ব্লকচেইন প্ল্যাটফর্ম ইথারিয়াম (Ethereum) ব্যবহার করা হবে । এছাড়াও হাইপারলেজার (Hyperledger)-এর মতো একটি অনুমতি সাপেক্ষ ব্লকচেইন প্ল্যাটফর্মেও কাজ করা শেখানো হবে পড়ুয়াদের ।
আরও পড়ুন: China : ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিষিদ্ধ ঘোষণা করল চিন
এই কোর্সের জন্য কম্পিউটার সায়ান্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দু'জন অধ্যাপককে নিয়োগ করা হয়েছে আইআইটির তরফে । একজন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এবং অন্যজন অধ্যাপক শমিক সুরাল । এই কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য পড়ুয়াদের কম্পিউটারের ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক । বিশেষ করে যেমন - কম্পিউটার নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিওরিটির মতো বিষয় ।
যে সব পড়ুয়া এই কোর্স করতে ইচ্ছুক তাঁদের আগামী 31 জানুয়ারি 2022-এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে । এই কোর্সের জন্য কোনও ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে ৷ কিন্তু যে সব পড়ুয়া আইআইটি খড়গপুর ও ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহান্সড লার্নিং-এর (National Programme on Technology Enhanced Learning - NPTEL) লোগো সমেত ই-সার্টিফিকেট গ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের 23 এপ্রিল 2022-এ একটি পরীক্ষায় বসতে হবে । এই পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে পড়ুয়াদের ।
আরও পড়ুন: Paytm: প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক করবে পেটিএম, বিস্তারিত জানতে জাস্ট একটা ক্লিক
যদিও প্রসঙ্গক্রমে বলা যায়, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয়ে কড়াকড়ি করেছেন ৷ তিনি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রীয় সরকার কড়া ভূমিকা পালন করবে, যাতে অবৈধ ভাবে দেশে কোনও লেনদেন না হয় ।
