ETV Bharat / state

Cyclone Asani Alert : ‘অশনি'তে দুর্যোগের আশঙ্কা, আগাম প্রস্তুতি বৈঠক প্রশাসনের

author img

By

Published : May 7, 2022, 3:53 PM IST

Updated : May 7, 2022, 4:13 PM IST

Cyclone Asani alert
আগাম প্রস্তুতি বৈঠক প্রশাসনের

প্রয়োজনে দ্রুত যাতে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে (east medinipur administration meeting on Cyclone Asani) ৷

কাঁথি, 7 মে : ঘূর্ণিঝড় ‘অশনি'র আশঙ্কাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন (administration on alert for Cyclone Asani) ৷ সমুদ্র উপকূলে দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রস্তুতি বৈঠক করল জেলা প্রশাসন ৷ গত বছর ঘূর্ণিঝর যশয়ের দাপটে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিঘা,তাজপুর,মন্দারমণির মতো পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলো ৷ ভেঙেছিল বাড়িঘর, বিদ্যুতের খুঁটি ৷ সমুদ্রবাঁধ ভেঙ্গে কার্যত জলবন্দি হয়ে পড়েছিলেন বিস্তীর্ণ এলাকার মানুষ ৷ কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন ।

আরও পড়ুন : মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড়ের দাপট ?

‘অশনি'র প্রভাবে যাতে এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সতর্ক জেলা প্রশাসন ৷ আগাম বৈঠক করে তাই সব প্রস্তুতিই নিয়ে রাখতে চাইছে জেলা প্রশাসন ৷ শুক্রবার এই বিষয়গুলি নিয়ে একটি বৈঠক হয় ৷ রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই প্রস্তুতি বৈঠকে ওঠে দিঘা মোহনা থেকে চাঁদপুর পর্যন্ত 12 কিলোমিটার সমুদ্রবাঁধ ভেঙ্গে যাওয়ার বিষয়টি ৷ সেই বাঁধ মেরামতির কাজ অনেকটা এগোলেও কিছুটা কাজ এখনও বাকি রয়েছে । বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসন ৷ ঝড় আসার আগেই এই বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ করতে চাইছে প্রশাসন ৷

‘অশনি'তে দুর্যোগের আশঙ্কা, আগাম প্রস্তুতি বৈঠক প্রশাসনের

রামনগর 1 নম্বর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় এপ্রসঙ্গে বলেন, "ঝড়ের পরে বিদ্যুৎ পরিষেবা, ত্রাণ পরিষেবা ও ঝড়ের আগে মানুষকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে যাতে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে ৷ স্কুল ও ত্রাণ শিবিরগুলির পরিদর্শনের কাজ শুরু হয়েছে ৷ অন্যান্য আধিকারিক যাঁরা এই বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁদের সর্বতোভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে । প্রয়োজনে এনডিআরএফ, এসডিআরঅফ নামানো হতে পারে ।"

Last Updated :May 7, 2022, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.