ETV Bharat / state

কোরোনার জেরে বন্ধ 500 বছরের ঐতিহ্যবাহী পঁচেটগড় রাজবাড়ির রাসমেলা

author img

By

Published : Nov 29, 2020, 10:05 PM IST

Rass utsab of panchetgarh rajbari
পঁচেটগড় রাজবাড়ির রাসমেলা

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকে অবস্থিত পঁচেটগড়ের রাজবাড়ি ৷ প্রতিবছর 10 দিন ধরে বসত মেলা ৷ এ বছর কোরোনার কারণে মেলা হবে না ৷

পটাশপুর, 29 নভেম্বর : কোরোনার কারণে বন্ধ হল 500 বছরের পুরোনো পূর্ব মেদিনীপুরের পঁচেটগড়ের রাজবাড়ির রাসমেলা ৷ রীতি মেনে ঠাকুর বের হবে তবে পাঁচ দিনের বদলে দু'দিন ৷ জানালেন পঁচেটগড় দেবত্ব সেবা বোর্ডের সেক্রেটারি তথা রাজপরিবারের সদস্য সুব্রত নন্দন দাস মহাপাত্র ৷

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকে অবস্থিত পঁচেটগড়ের রাজবাড়ি ৷ প্রতিবছর 10 দিন ধরে বসত মেলা ৷ দূর-দূরান্ত থেকে আসত অনেক মানুষ ৷ অনেক ব্যবসায়ীরাই দোকান দিত ৷ কিন্তু কোরোনার কারণে এবছর সে সব বন্ধ থাকছে ৷ শুধু ঠাকুর রীতি মেনে বের করা হবে ৷ তাও এবার 5 দিনের বদলে 2 দিন বের করা হবে ঠাকুর ৷

মেলা না হওয়ায় মন খারাপ রাজপরিবারের সদস্যদের ৷ মন খারাপ এলাকাবাসীরও ৷ সুব্রতবাবু জানান, মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সরকারি নির্দেশিকা মেনে এবছর উৎসবে কাটছাঁট করা হয়েছে ৷ পঁচেটগড় রাজবাড়ির ম্যানেজার কিশোরকুমার দাস জানান, ভ্যাকসিন এলে, আগামীদিনে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বড় করে মেলার আয়োজন করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.