ETV Bharat / politics

মমতা যত আক্রমণ করবেন, তত শুভেন্দুকে তুলে ধরবে বিজেপি: শাহ - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 3:37 PM IST

Lok Sabha Election 2024: আজকের পর বিজেপি তথা বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর জায়গাটা কোথাও গিয়ে আরও বিশেষ হয়ে গেল ৷ সৌজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা ব-কলেম বিজেপির নম্বর-টু অমিত শাহ ৷ শুভেন্দুর ভাড়া বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশি হানা নিয়ে মমতার সমালোচনায় বড় বার্তা দিয়ে গেলেন তিনি ৷

ETV BHARAT
শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমিত শাহের (ছবি- বিজেপি এক্স হ্যান্ডেল)

ঘাটাল/কাঁথি, 22 মে: মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে 1900 কিছু বেশি ভোটে হারিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ আর তারপরেই দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির বিলাস বহুল পার্টি অফিসের ভিভিআইপি-জোনে প্রবেশের ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন ৷ পুরস্কার স্বরূপ পেয়েছেন বিধানসভায় বিরোধী দলনেতার সম্মান ৷ আজ বাংলার রাজনীতির ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়ে গেলেন অমিত শাহ ৷ জানিয়ে দিলেন, "মমতা দিদি যত শুভেন্দুর উপর আঘাত হানবেন, বিজেপি শুভেন্দুকে তত উপরে তুলবে ৷"

শুভেন্দুর ভাড়া বাড়িতে গতকাল রাতে পুলিশের হানা দেওয়ার ঘটনা নিয়ে প্রথমে কাঁথির সভা থেকে মমতাকে নিশানা করেন শাহ ৷ পরে ঘাটাল থেকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রথম সভা থেকে শাহ বলেন, "মমতা দিদি হেরে যাবেন জেনে ভয়ে কাঁপছে ৷ তাই আমি কাল রাতে কলকাতায় নামতেই আমার ভাই শুভেন্দুর বাড়িতে পুলিশ পাঠিয়ে দিল ৷ পুলিশকে দিয়ে তল্লাশি চালিয়েছে ৷"

তবে, বিজেপির নেতা কর্মীরা পুলিশের তল্লাশি অভিযানে ভয় পায় না বলে মন্তব্য করেন অমিত শাহ ৷ পুলিশের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, দিদি বিজেপির নেতা ও কর্মীরা পুলিশের অভিযানে ভয় পায় না ৷ আপনা মন্ত্রী বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছিল ৷ আপনার পুলিশ শুভেন্দুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনি পঁচিশ পয়সাও উদ্ধার করতে পারেনি ৷ আপনি পুলিশের অপব্যবহার করা বন্ধ করুন ৷"

এরপরেই আসে 'শাহি-বার্তা' ৷ তিনি বলেন, "কাঁথি শুভেন্দুর নিজের মাটি ৷ আমি এখান থেকে বলে যাচ্ছি, 'মমতা দিদি যত শুভেন্দুর উপর আঘাত হানবেন, বিজেপি শুভেন্দুকে তত উপরে তুলবে' ৷" অমিত শাহের এই মন্তব্য বাংলার রাজনীতি ও ভবিষ্যতের নিরিখে বেশ ইঙ্গিত-বহ ৷ রাজনৈতিকমহল ধারণা করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে, শুভেন্দু 'বিশেষ' ব্যক্তি হয়ে উঠতে চলেছেন, তারই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন অমিত শাহ !

ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বাড়িতেও গতকাল রাতে পুলিশ অভিযান চালায় ৷ খবর পেয়ে হিরণ সেখানে পৌঁছান ৷ যার ফলে তাঁর প্রচারে অমিত শাহের সভায় সময়ে পৌঁছাতে পারেননি ঘাটালের বিজেপি প্রার্থী ৷ তবে, প্রার্থীর সমর্থনে শাহ বলেন,"আমাদের বিরোধী দলনেতা এবং প্রার্থীর বাড়িতে পুলিশ পাঠিয়ে মমতা দিদি আপনি ভোটে জিততে পারবেন না ৷ আপনি যত আমাদের আঘাত করবেন, পদ্মফুল তত বড় হয়ে ফুটবে ৷"

উল্লেখ্য, আজ সারাদিন দুই মেদিনীপুরে দু’টি জনসভা করেছেন অমিত শাহ ৷ যা শুভেন্দু অধিকারীর 'গড়' হিসেবে পরিচিত ৷ তাই শাহি-সভার আগের রাতে বিরোধী দলনেতার বাড়িতে পুলিশের অভিযানের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে ৷ এমনকি অমতি শাহ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে আজ ঘাটালে প্রচার করেছেন ৷ ফলে শুভেন্দুর স্নেহধন্য হিরণের আপ্ত সহায়কের বাড়িতেও পুলিশি অভিযানের পিছনে, শাসকদলের রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে সমালোচকরা ৷

আরও পড়ুন:

  1. পঞ্চম দফা শেষে 310 আসন পেরিয়েছেন মোদি, কাঁথি থেকে দাবি শাহের
  2. ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?
  3. 'ভগবানের থেকেও বড়, মন্দিরে থাকুন পুজো করব'; মোদিকে কটাক্ষ মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.