ETV Bharat / politics

পঞ্চম দফা শেষে 310 আসন পেরিয়েছেন মোদি, কাঁথি থেকে দাবি শাহের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 2:36 PM IST

Updated : May 22, 2024, 6:51 PM IST

Lok Sabha Election 2024: তৃতীয়বার নরেন্দ্র মোদির সরকার গড়তে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার পাওয়ার দাবি করলেন অমিত শাহ ৷ আজ কাঁথির ডেবরায় সৌমেন্দুর সমর্থনে জনসভা থেকে জানালেন গতবারের আসন সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিজেপি ৷

ETV BHARAT
সৌমেন্দু অধিকারীর প্রচারে অমিত শাহ (ছবি- বিজেপি এক্স হ্যান্ডেল)

কাঁথি, 22 মে: তৃতীয়বার ক্ষমতায় আসতে চারশো পারের স্লোগান তুলেছে বিজেপি ৷ আর প্রত্যেক দফার শেষে নিজেদের জয়ের সম্ভাব্য পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের 'স্নায়ুর চাপ' বাড়ানোর খেলায় নেমে পড়ছেন অমিত শাহ ৷ আজ কাঁথি লোকসভার প্রচারে এসেও তার অন্যথা হল না ৷ দাবি করলেন, পঞ্চম দফার নির্বাচন শেষে নরেন্দ্র মোদি 310 আসন পার করে গিয়েছেন ৷ বাকি দুই দফায় চারশো পারের স্লোগান সত্যি হতে চলেছে বলে দাবি করে গেলেন শাহ ৷

প্রথম দুই দফার নির্বাচন হওয়ার পর থেকেই সম্ভাব্য আসন জয়ের পরিসংখ্যান তুলে ধরছেন অমিত শাহ ৷ যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই প্রত্যেক দফার শেষে কখনও তাঁকে বলতে শোনা যাচ্ছে, দু’শো আসন পার হয়ে গেছে ৷ তো কখনও বলছেন 270 পেয়ে গেছেন নরেন্দ্র মোদি ৷ পঞ্চম দফা শেষে এবার শাহর বক্তব্য, "পাঁচ দফার ভোট হয়ে গেছে ৷ আমাদের লক্ষ্য ছিল '400 পার' ৷ পাঁচ দফার পর ফলাফল জেনে নিন, মোদিজি 310 আসন পার করে গিয়েছেন ৷ মমতা দিদি ও 'ইন্ডিয়া' জোটের তলপি-তলপা গুটিয়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে ৷"

এই সূত্রে এদিন অমিত শাহ রাজ্যে ফের একবার তিরিশ আসন পার করার কথা বলেছেন ৷ এবার তিনি দাবি করলেন, পশ্চিমবঙ্গে 30টি লোকসভা আসন পেলে, খুব দ্রুত মমতা-সরকারের বিদায় হবে রাজ্য থেকে ৷ তিনি বলেন, "বাংলাতেও নরেন্দ্র মোদি 30 টি আসন পাবেন ৷ এখানে 30 আসন পাওয়া মানে, তৃণমূল খণ্ড-খণ্ড হয়ে যাবে ৷ তার সঙ্গে মমতা দিদির সরকারের বিদায় হবে খুব দ্রুত ৷"

এই প্রসঙ্গে 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে ? সেই প্রশ্ন তুলেও খোঁচা দিলেন শাহ ৷ তিনি বলেন, "আপনারা জেনে রাখুন মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন ৷ কিন্তু, ধরুন ওরা ('ইন্ডিয়া' জোট) জিতল, তাহলে কে প্রধানমন্ত্রী হবে ওদের ? ওরা বলছে পাঁচবছরে বারে-বারে একজন করে প্রধানমন্ত্রী হবেন ৷ এভাবে সরকার চলতে পারে না ৷ সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে জবাব কে দেবে ? সেটা একমাত্র মোদিজি পারেন ৷"

যদিও, রাজনৈতিকমহলের একাংশ অন্যকথা বলছে ৷ তাদের প্রশ্ন, প্রত্যেক দফার শেষে পরিসংখ্যান উল্লেখ করার পিছনে উদ্দেশ্য বিরোধীদের চাপে রাখার জন্য ? নাকি, তৃতীয়বার সরকার গড়ার লড়াইয়ে, প্রমাদ গুনছেন মোদি-শাহ জুটি ? তাই মোদি তৃতীয়বার নিশ্চিত সরকার গড়ছেন, এই হাওয়া তুলে বাকি দু’টি দফায় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা গেরুয়া শিবিরের ৷ এমন নানান প্রশ্ন উঠছে ৷ উল্লেখ্য, 'ইন্ডিয়া' জোটের একাংশের তরফে দাবি করা হচ্ছে, মোদি সহজে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারবেন না ৷ একক সংখ্যাগরিষ্ঠতা দূর, এনডিএ জোটের হালও নাকি বেহাল হয়ে যাবে !

এ প্রসঙ্গ উল্লেখ্য়, দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করছেন, নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় ফিরবেন না ৷ জোটের কাছে সেই তথ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷ আর সেই কারণেই নাকি, ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে বিজেপি তথা মোদি-শাহ জুটি ৷ তবে, আসল পরিসংখ্যান মিলবে 4 জুন ৷ সেদিন ইভিএম খুলতেই বোঝা যাবে, 'চারশো পার' নাকি মোদি সরকারের ইতি, কোনটা সত্যি !

আরও পড়ুন:

  1. 'ভগবানের থেকেও বড়, মন্দিরে থাকুন পুজো করব'; মোদিকে কটাক্ষ মমতার
  2. রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের
  3. মা-বোনেদের জন্য দুঃখিত! সন্দেশখালি যাবেন, জানালেন মমতা
Last Updated : May 22, 2024, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.