Chandipur Accident : বাস ও সবজি বোঝাই ভ্যানের সংঘর্ষে চণ্ডীপুরে মৃত 3, আহত 17

author img

By

Published : Nov 12, 2021, 10:11 AM IST

Updated : Nov 12, 2021, 11:57 AM IST

বাস দুর্ঘটনা (Bus Accident)

শুক্রবার সকালে বাস ও সবজি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল দিঘার কাছে চণ্ডীপুর থানার জাতীয় সড়কে ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ জখম হয়েছেন আরও জনা আঠারো17 জন ৷

চণ্ডীপুর, 12 নভেম্বর : বাস ও সবজি বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত 3, আহত 17 ৷ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়ক চণ্ডীপুর থানার নরঘাট ব্রিজের উপর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খেজুরি থেকে হাওড়া যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের । প্রাথমিক ভাবে প্রায় 20 জন আহত হন ৷ তাঁদের মধ্যে 5 জন গুরুতর আহত ছিলেন ৷ 5 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি 2 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Accident : ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় জখম 75 বাঙালি তীর্থযাত্রী

দুর্ঘটনায় রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে সবজি ৷ ভ্যান ও বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ৷ ক্রেনের সাহায্যে ভেঙেচুরে যাওয়া বাস ও ভ্যান সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷

দুর্ঘটনার পর দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ প্রবল যানজটের সৃষ্টি হয় ৷ আটকে পড়ে অ্যাম্বুলেন্স ৷ চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে এড়াশাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

কী কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়েছে ।

Last Updated :Nov 12, 2021, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.